হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ফরম সংগ্রহ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোল্লা আবু নঈম মোঃ শিবলী খায়ের। রবিবার (১১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শিবলী খায়ের হবিগঞ্জ জেলা আইজীবি সমিতির সাবেক নির্বাহী সদস্য ও লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রীমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গ, তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১৭ অক্টোবর।