হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত রাখার আদেশ দিলেন হাইকোর্ট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 25 February 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত রাখার আদেশ দিলেন হাইকোর্ট

Link Copied!

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটার হতে এবং প্রশাসক বা অন্যান্য সদস্যদের পদ থেকে পদত্যাগের বিষয় নিয়ে জেলা পরিষদের আইন ২০০০ ধারা ৬(২) (চ) ও ২০০০ এর ধারা ১৭ (১) কে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাউক গ্রামের সাব্বির আহমেদের মেয়ে শাম্মী আক্তার সুমি।

বাংলাদেশ সরকারকে বাদি করে হাইকোর্ট বিভাগের সুপ্রীম কোটে (বিশেষ মূল বিচার বিভাগ) এই রিট করেন তিনি। রিট পিটিশন নং-১১৩৫/২০২৪। তার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার এর গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানীর পর বিচারপতি কাজী জিনাত হক আগামী ৯মার্চ অনুষ্ঠিতব্য হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত রাখার অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেন। গত ১১ তারিখ এই আদেশ প্রদান করা হয়।

আবেদনকারী ইতিমধ্যে আদেশের প্রত্যায়িত অনুলিপির জন্য আবেদন করেছেন। বিস্তারিত জানতে বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোশতাক আহমেদ এর সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জেকে নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান এর সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারে ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।