হবিগঞ্জ জেলা পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে লাখাই উপজেলা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 April 2020

হবিগঞ্জ জেলা পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে লাখাই উপজেলা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন

Link Copied!

এম.সি. শুভ আহমেদ, লাখাই।। সোমবার হবিগঞ্জ জেলার পথশিশু কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান বিতরন করে লাখাই উপজেলার বামৈ,মোড়াকরি,ফুলবাড়িয়া সহ উপজেলার বিভিন্ন গ্রামের গরীব, দুঃখী, অসহায়, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে।

ছবিঃ ত্রান বিতরণকালে

প্রতি পরিবারের মাঝে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১কেজি, লবন ১ কেজি, আলু ১ কেজি,পেঁয়াজ ১ কেজি, সাবান ১ পিস দিয়ে প্রায় ১০ কেজি পরিমাণ ত্রাণ বিতরন করেন।

হবিগঞ্জ জেলার পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের কর্মীগন পায়ে হেঁটে, গাড়ি দিয়ে অসহায়,গরীব,দুঃখীদের বাড়িতে পৌঁছে দেন। এছাড়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার খুজে যারা পরিস্থিতির শিকার কিন্তু লজ্জা কারো কাছে বলতে পারে না এমন পরিবার দেখে তাদের বাড়িতে ত্রাণ পৌছে দেন।

হবিগঞ্জ জেলার পথশিশু কল্যাণ ফাউন্ডেশন কর্মীদেরকে স্বেচ্ছায় সহযোগিতা করেন ২ নং মোড়াকরি ইউ/পি চেয়ারম্যান জনাব আবুল কাসেম মোল্লা (ফয়সল) সহ উপদেষ্টামন্ডলী মোড়াকরি ফরদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ গোস্বামী ও সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য।

লাখাই উপজেলার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পথশিশু কল্যাণ ফাউন্ডেশন শাখার সভাপতি শাহ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক কাপ্তান আহমেদ, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাস, সমাজ কল্যাণ সম্পাদক আলম মিয়া, সদস্য দীপ,আশরাফ,নিধান,দীপক ও সংকর প্রমুখ।

লাখাই সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়