হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনগণকে সচেতন করা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনগণকে সচেতন করা।

Link Copied!

এম এ রাজাঃ আজ ৫ ই জুন রোজ রবিবার বেলা তিনটার সময় শায়েস্তানগর তেমুনিয়া পয়েন্টে। হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জনগণের মধ্যে মাস্ক বিতরণ এবং মাস্ক ব্যবহারে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন। এছাড়া যারা বাহিরে মাস্ক ছাড়া ঘোরাফেরা করে তাদেরকে জরিমানা করা হয়। সপ্তাহব্যাপী এ কার্যক্রমে আজ প্রায় ১০০ জনের মধ্যে ফ্রিতে মাস্ক বিতরণ করে হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহম্মদ উল্ল্যা, টি আই প্রশাসন অরুণ বিশ্বাস দেওয়ান, টি আই সদর তুহিন আহমেদ।
এ বিষয়ে মোবাইল ফোনে টি আই সদর তুহিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান সপ্তাহব্যাপী এই কার্যক্রম আমাদের চলছে এবং আগামীতেও অব্যাহত থাকবে।