হবিগঞ্জ জেলা জজ কোর্টের ১০ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জজকোর্টের ৫ জন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৫ বিচারক রয়েছেন। আক্রান্তরা হলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাকিল মিয়া। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা কে এসময় তিনি জানান, উদ্ভত পরিস্থিতিতে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক মামলা পরিচালনার জন্য সিদ্ধান্ত নিতে ২৪ জানুয়ারি (সোমবার) হবিগঞ্জ জেলা বার সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ সিদ্ধান্ত নেবেন।
তবে হবিগঞ্জ জেলা আদালতের পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাকে জানান, ১০ জন বিচারক আক্রান্ত হওয়ার কথা তিনি জানেন না, দুই থেকে তিনজন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।
এদিকে, বিচারকরা করোনা আক্রান্ত হওয়ায় জেলা জজ আদালতে বিচারপ্রার্থীরা হতাশ হয়ে যার যার বাড়ি ফেরেন। স্বাভাবিক বিচারকার্য পরিচালিত হবে কিনা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে একাধিক বিচারপ্রার্থী জানান, করোনার কারণে দীর্ঘদিন বিচারকার্য ব্যাহত হয়েছিল, ইদানিং নিয়মিত বিচারকার্য পরিচালনা হওয়ায় অনেকটা স্বস্তি ফিরে এসেছিল বিচার প্রার্থীদের মধ্যে। এখন আবারও বিচারকরা করোনা আক্রান্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে হবিগঞ্জ জেলার নিম্ন আদালতের স্বাভাবিক কর্মকাণ্ড।
হবিগঞ্জ জেলা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আলী নোয়াজ জানান, জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রবেশের সময় বিচার প্রার্থী ও আইনজীবীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। আদালত প্রাঙ্গণে প্রবেশের সময় অনেক বিচারপ্রার্থী স্বাস্থ্যবিধি মানছেন না। এ কারণে হবিগঞ্জ জেলা জজ আদালত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যতদূর জানি দুজন বিচারক করোনা আক্রান্ত হয়েছেন। উচ্চ আদালতের নির্দেশক্রমে আগামীকাল(সোমবার) বিজ্ঞ জেলা জজ ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে আলোচনা সাপেক্ষে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।