হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সাইদুর-মাহির বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবরে অভিযোগ দায়ের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 4 September 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সাইদুর-মাহির বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবরে অভিযোগ দায়ের

অনলাইন এডিটর
September 4, 2020 3:34 am
Link Copied!

ছবি: হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।

 

তারেক হাবিব : মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের প্রলোভনে টাকা আত্মসাৎ ও মামলা-হামলার প্রতিকার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাধবপুর উপজেলার মনতলা ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র মাহতাবুর আলম জাপ্পি।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঢাকাস্থ তেজগাঁও কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি। মাহতাবুর আলম জাপ্পি’র অভিযোগ সূত্রে জানা যায়, স¤প্রতি জাপ্পির বড় ভাই আমেরিকা প্রবাসী শাহিনের সাথে যোগাযোগ করে সখ্যতা গড়ে (২য় পাতায় দেখুন) তোলেন বর্তমান জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। শাহিনের ছোট ভাই মাহতাবুর আলম জাপ্পি’কে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের প্রলোভন দিয়ে টাকা দাবী করেন তারা।

এদিকে, দেশের রাজনীতির হালচাল সম্পর্কে কোন ধারণা না থাকায় একমাত্র ছোট ভাইয়ের ইচ্ছা পূরণ করতে মাহতাবুর আলম জাপ্পি’কে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদান শর্তে নগদ, ব্যাংক ও বিভিন্ন মাধ্যমে ২০ লাখ টাকা প্রদান করেন শাহিন।

যার গ্রহণযোগ্য তথ্য ও প্রমাণাদি রয়েছে তার কাছে বলেও অভিযোগে উল্লেখ করেন। এর আগে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি জাপ্পিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার প্রলোভন দিয়ে তার বড় ভাই শাহিনের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর।

এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দদের কাছে ঘটনাটি প্রাথমিক ভাবে সত্য প্রমাণিত হওয়ায় হবিগঞ্জ জেলা কমিটি স্থগিত করে এবং জাপ্পিকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে।

প্রধানমন্ত্রী বরাবর লেখা আবেদনে জাপ্পি লিখেছেন, ‘‘ন্যায় বিচার চাইতে গিয়ে আজ আমি নিজেই বঞ্চনার শিকার। প্রাণের সংগঠন ছাত্রলীগকে কলুষিত করার প্রতিবাদ জানাতে গিয়ে আমি নির্যাতিত হচ্ছি। সাইদুর রহমান ও মহিবুর রহমান মাহি তাদের সহযোগীদের দিয়ে আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি ও চাপ দিয়ে যাচ্ছেন। তাদের ভয়ে আমার পরিবার একরকম গৃহবন্দি। আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধু কন্যা। আপনি নির্যাতিত-নিপীড়িত মানুষের কষ্ট বুঝেন। আমি আপনার দলের ছাত্র সংগঠনের একনিষ্ঠ কর্মী। প্রতারণার ফাঁদে ফেলে সাইদুর ও মাহি আমার টাকাও নিলেন আবার ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্ভূতভাবে আমাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।’

তিনি আরও বলেন, “এখনও আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। এ অবস্থায় কোনও উপায় না দেখে আমি আপনার দ্বারস্থ হয়েছি। আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী। আপনি ছাড়া আমার আর ন্যায় বিচার চাওয়ার জায়গা নেই। প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আকুল আকুতি, এই প্রভাবশালী দুই ছাত্রনেতার কবল থেকে আমাকে এবং আমার পরিবারকে বাঁচান। আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে কাজ করে যেতে চাই’’।

এ ব্যাপারে অভিযোগকারী মাহতাবুর আলম জাপ্পি ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’কে জানান, “বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে অভিযোগ দায়ের করেছি। আশা করছি আমি এর সুবিচার পাব। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে কাজ করে যেতে চাই’’।