হবিগঞ্জ জেলা ছাত্রলীগের জাপ্পির ২০ লাখ টাকার পর এবার রুপমের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতানোর তথ্য ফাঁস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 August 2020

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের জাপ্পির ২০ লাখ টাকার পর এবার রুপমের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতানোর তথ্য ফাঁস

অনলাইন এডিটর
August 10, 2020 1:54 am
Link Copied!

ছবি: সদ্য স্থগিতকৃত হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।

 

স্টাফ রিপোর্টার : পদ দেয়ার প্রলোভনে জাপ্পির কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর এবার জহিরুল ইসলাম রুপমের কাছ থেকে পদের প্রলোভনে সাড়ে তিনলাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জাপ্পির টাকা সাইদুর ও মাহি মিলেমিশে হস্তগত করলেও রুপমের সাড়ে তিন লাখ টাকা একাই হাতিয়েছেন মাহি। রুপমকেও মাধবপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পাইয়ে দেয়ার প্রলোভনে এ টাকা হাতিয়ে নেন মাহি।

অসহায় রুপম এখন টাকা উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন। রুপমের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে তথ্য প্রমাণ আমার হবিগঞ্জের কাছে সংরক্ষিত রয়েছে। রুপম এ বিষয়ে কেন্দ্রের কাছে বিচার চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, এ টাকাটাও মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের জন্য দিয়েছিল রুপম। জাপ্পি টাকা দেয়ার আগে।

এ ব্যাপারে মহিবুর রহমান মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আদেশে সদ্য স্থগিতকৃত হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি এখনো জেলার জন্য মুর্তিমান আতঙ্ক। বিভিন্ন উপজেলায় কমিটি দেয়ার নামে এরা তৃণমুলের বিভিন্ন কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিলেও ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলার সাহস পাচ্ছেন না ভুক্তভোগিরা। মুখ খুললেই শুনতে হচ্ছে রক্তচক্ষু-শাসানি এমনকি পাল্টা মামলা মোকদ্দমার ভয়। শুধু কমিটি বানিজ্য নয়, সাইদুর-মাহির কারও বিরুদ্ধে ভাড়া নিয়ে অন্যের বাসা দখল, জোরপূর্বক অন্যের জমি দখলসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।

মাধবপুর থানা ছাত্রলীগের সেক্রেটারি পদ দেয়ার নামে একটি কাগুজে কমিটি দেখিয়ে মাহতাবুর আলম জাপ্পি ও তার ভাই আমেরিকা প্রবাসী শাহীনের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেন সাইদুর ও মাহি। এরমধ্যে ১১ লাখ টাকা সাইদুর ও ৯ লাখ টাকা নেন মাহি। তথ্য প্রমাণসহ এ ঘটনা দৈনিক আমার হবিগঞ্জ’সহ অর্ধশতাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হলে টনক নড়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির।

এরপর গত ৩০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন। সেই সঙ্গে মাধবপুরের ছাত্রলীগ কর্মী মাহতাবুর আলম জাপ্পিকে দলের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করেন। দলের ত্যাগী নেতারা বলছেন, টাকার বিনিময়ে কমিটি দেয়া-নেয়া দুটিই অপরাধ। আর তাই যদি হয়ে থাকে তবে ছাত্রলীগ কর্মী জাপ্পিকে শৃঙ্খলা ভঙের দায়ে বহিস্কার করা হয়েছে। আর সাইদুর-মাহি যে টাকা হাতিয়ে নিয়েছেন, তাতে কি তারা শৃঙ্খলা ভঙ্গ করেননি। তাদের বিরুদ্ধে কেন কোন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হলো না? এদিকে জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষনার পর থেকে সাইদুর ও মাহি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারা বিভিন্ন মাধ্যমে জাপ্পিকে বিষয়টি আপোষ মিমাংশা করে তাদের সঙ্গে মিলে যাওয়ার প্রস্তাব পাঠাচ্ছেন। ওইসব মাধ্যমের প্রস্তাবে রাজি না হওয়ায়? জাপ্পির বিরুদ্ধে মানহানির মামলা করে ভোগানোর ভয়ও দেখানো হচ্ছে।

এ ব্যাপারে জাপ্পির ভাই শাহীন বলেন, সাইদুর-মাহি নিজেরাই বললো, কমিটি নিতে হলে টাকা লাগে। তাদের কথামতো ২০ লাখ টাকা দিলাম। আমার টাকাও গেল। আবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে আমার ভাইকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ কেমন বিচার? টাকা দেয়া যদি অপরাধ হয়, তাহলেতো টাকা নেয়াও অপরাধ। যারা টাকা নিয়েছেন তাদেরকে কেনো বহিস্কার করা হলো না? তিনি বলেন, এটি প্রহসনমুলক বিচার। এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। আমি এ ব্যাপারে সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়