খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জ জেলা কারাগারে কবির আনসারী নামে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত কবির হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, কবির আনসারী প্রায় ৬ মাস যাবত চেক জালিয়াতি মামলায় হবিগঞ্জ কারাগারে আটক ছিলেন। সোমবার রাতে হটাৎ অসুস্থ হলে, জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল আহমেদ রেজা ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, কবির আনসারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
এদিকে কবির আনসারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।