হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিমের উদ্দ্যোগে কর্মবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 31 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিমের উদ্দ্যোগে কর্মবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Link Copied!

 

নাছির উদ্দিন লস্কর : হবিগঞ্জের লাখাই উপজেলায় করোনা ভাইরাস ও বন্যা আক্রান্ত ১০০টি কর্মবঞ্চিত পরিবারের মাঝে হবিগঞ্জ জেলা প্রশাসন ও লাখাই উপজেলা প্রশাসনের সহযোগীতায় করোনা মহামারি ও বন্যা আক্রান্ত ১০০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ (৩০ জুলাই) জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক ব্যারিস্টার রুহুল আমীন মোল্লার (মিহন)।

 

ছবি: ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং

 

সভায় প্রধান অতিথি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং তার বক্তব্যে বলেন, জেলা ব্যাপি করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমকে ধন্যবাদ জানান। করোনা মহামারির পাশাপাশি বন্যা দূর্গতদের পাশে দাড়াঁনোর জন্য সবাইকে আহবান জানান।

সভার বিশেষ অতিথি ও হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক ব্যারিস্টার রুহুল আমীন মোল্লা (মিহন) তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে ত্রানের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ। করোনা প্রতিরোধে আমাদের টিমকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে জেলা প্রশাসক কামরুল হাসান মহোদয় ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিম করোনা ভাইরাস প্রতিরোধে লাখাইয়ে ব্যাপক জনসচেতনতা মূলক কর্মকান্ড করে যাচ্ছে যার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় লাখাই উপজেলার বিভিন্ন গ্রামের ১০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরনে আরও উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমের লাখাই উপজেলা প্রতিনিধি মলয় চন্দ্র দেব, এস এ শিবলী, মোজাহিদুল ইসলাম বামৈ ইউনিয়ন প্রতিনিধি রাকিবুল হাসান, শুভ মোল্লা, আনোয়ার হোসেন, শিমন ও বাছির নিলয় লাখাই ইউনিয়ন প্রতিনিধি শরিফ শাহরিয়ার মোড়াকরি ইউনিয়ন প্রতিনিধি সাইফুল ইসলাম রাসেল, আ হামিদ , বুল্ল্যা ইউনিয়ন প্রতিনিধি মহিবুল মেম্বার, মুড়িয়াউক ইউ/পি এডভোকেট আলমগীর, জুম্মান ,জুয়েল আহমেদ, করার ইউ পি আশরাফজামান সোহেল, লাখাই ইউ পি জসিম উদ্দিন, সাধন চন্দ্র দেব প্রমুখ।