হবিগঞ্জ সদর : স্বাস্থ্য খাতে দূর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা রুখে দাঁড়াও। দূর্নীতিবাজদের গ্রেফতার কর, বিচার কর। বিনামূল্যে করোনা পরীক্ষা ও মাস্ক সরবরাহ কর। হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেলের টাকা লুটপাটকারীদের অপসারণ করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। উল্লেখিত দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে রবিবার (২৬ জুলাই) দুপুর ১২ টায় বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, আজমান আহমেদ, সামছু মিয়া, আহাদ, মিয়া, রনজিত সরকার প্রমুখ।
কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করেন- জেলা উদীচী’র সাধারণ
সম্পাদক আজিজুর রহমান কাউছার, গণতান্ত্রিক আইনজীবী
সমিতির নেতা এড. রনধীর দাশ, কাজল মিয়া, বিষ্ণু সরকার, জন্টু
সরকার, সেলিম মিয়া, আলী হোসেন, মনজিল মিয়া ও রফিকুল
ইসলাম।
কর্মসূচীতে বক্তাগণ বলেন- স্বাস্থ্য খাতের দূর্নীতির দায়, স্বাস্থ্য বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও তাদের সাথে যুক্ত কিছু লুটপাটকারী ঠিকাদারদের। জনগণ এ দায় নেবে কেন?
হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে অনাগ্রহী। কারণ জনগণ
আস্থা হারিয়ে ফেলেছে। তাই হাসপাতালের মানবিক, দেশপ্রেমিক
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহবান রোগীদেরকে যথাযথ
চিকিৎসা সেবা দিন। মানুষ সেবা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠলে
পরিস্থিতি সামাল দেয়া কষ্টকর হবে।

ছবি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী
এছাড়াও সভায় বক্তাগণ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেলের দূর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীসহ এর পেছনে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন। পরিস্থিতি মোটেও ভাল নয়। তাই শ্রমজীবী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয়।
বা