জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন : বাহার চেয়ারপার্সন ইমদাদ সেক্রেটারি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 17 December 2023
আজকের সর্বশেষ সবখবর

জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন : বাহার চেয়ারপার্সন ইমদাদ সেক্রেটারি

Link Copied!

সাংবাদিক বাহার উদ্দিনকে চেয়ারপার্সন ও সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) গঠন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) হবিগঞ্জ সুর বিতান মিলনায়তনে জেলার ৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়।

“পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে এনজিও ওয়েভ ফাউন্ডেশন।

প্রবীণ সাংবাদিক ও লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন জালাল উদ্দিন রুমি, ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ ও বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ ফজল মিয়া, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার, মাধবপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক শামীম মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সাধারণ সম্পাদক আল আমিন, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল উদ্দিন ইমন, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক এফ এম খন্দকার মায়া, সদস্য লিমা আক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাব্বির হোসেন, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন রিপন প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন প্রবীণ সাংবাদিক বাহার উদ্দিনকে জেলা কমিটির চেয়ারপার্সন এবং বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি, ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক ইমদাদুল হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।