বিশেষ প্রতিবেদন।। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.আবুল হাসেম মোল্লা মাসুম আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জেলা আওয়ামী লীগের ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিলে সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন।
তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেন, হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারতের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার দোয়া নিয়ে আমি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করছি। আশাকরি,আগামী ১১ই ডিসেম্বর কাউন্সিলে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের অগঠনতান্ত্রিক একনায়কতন্ত্র আর স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পরিবর্তন হবে।সকল কাউন্সিলরদের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য, জনাব মোল্লা মাসুম দীর্ঘদিন সফলতার সাথে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।