স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে দলের সাংগঠনিক কর্মকান্ডে ত্যাগী নেতাকর্মীদের সম্পৃক্ত করতে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর কাছে তালিকা হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকটে আবুল হাশেম মোল্লা মাসুম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়, সাবেক এমপি ও নেত্রীর ১/১১ মুক্তি আন্দোলনের আইনজীবি প্যানলের সদস্য এডভোকটে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সেলিম চৌধুরী, শেখ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, হাজী আঃ রউফ, অমল কুমার দাস পলাশ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সালেহ উদ্দিন সালু, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকটে সুমঙ্গল দাশ সুমন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি অমল কুমার দাস, হাজী ফখরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হারুনুর রশিদ হারুন, লাখাই উপজেলা আওয়ামী লীগের ” সাবেক সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা রাজিয়া খাতুন, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা আলম আরা চৌধুরী রিতা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কদ্দুছ চকদার মাখন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী (২০১৯) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য, শাবিপ্রবি ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নওশেদ সুজন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাহাবুবুর রহমান সানি প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দরা তালিকা হস্তান্তরের সময় বলেন, ‘‘গত ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগরে সভাপতি মোঃ আবু জাহির এমপি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা যারা অন্তভর্‚ক্ত হয়েছেন, তাদের নাম ঘোষণা করছেন। উক্ত ঘোষিত কমিটিতে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতেই আমাদের এই আবেদন। আপনি সিলেট বিভাগ থেকে বাংলাদশে আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নেওয়ায় আমরা আনন্দে উদ্বেলিত ও আশান্বিত।
হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএমএর সভাপতি হিসেবেও আপনার র্কাযক্রম হবিগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। আপনি ১৯৯৩ সাল থেকে ২০১৯ ইং র্পযন্ত প্রায় ২৫ বছর যাবত বিভিন্ন মেয়াদে জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালনে ও অসাধারণ অগ্রগতি এনে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আমরা আপনার কাছে এই আবেদন নিয়ে হাজির হয়েছি যেন আপনি আমাদের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগকে সুসংহত করতে অগ্রনী ভূমিকায় নিয়ে আসতে পারেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশ ধারণ করে আমরা হবিগঞ্জে র্দীঘদিন ধরে রাজনীতি করে আসছি। এই আর্দশকে লালন করে বঙ্গবন্ধু কন্যার কর্মী হিসেবে আমরা গর্ববোধ করছি।
আমরা দলের কাজে, দেশের কাজে আত্মনিয়োগ করার ব্রত নিয়ে কাজ করতে চাই। আপনার কাছে বিনীত নিবেদন, হবিগঞ্জ জেলা কমিটিতে সাংগঠনিক দায়িত্ব নিয়ে তৃণমূল আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আপনার কাজকে এগিয়ে নিতে আমাদেরকে সুযোগ দিন’’। তালিকা হস্তান্তর করতে আসা উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, ‘‘ত্যাগী নেতা-কর্মীরাই দলের প্রাণ। হবিগঞ্জের কোন ত্যাগী নেতা-কর্মী যেন কমিটি থেকে বাদ না যায় সেজন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং বিষয়টি নেত্রীর নজরে আনবো।”