বিশেষ প্রতিবেদন।। বহুল কাঙ্খিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল (১১ ডিসেম্বর) বুধবার। কিন্তু এই কাউন্সিল ও সম্মেলনকে ঘিরে পুরো জেলা জুড়ে বইছে চাপা উত্তেজনা।
আওয়ামী লীগের কাউন্সিল বা সম্মেলনে নেতা বাছাই প্রক্রিয়া কিভাবে হবে? কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে নাকি কেন্দ্র থেকে নির্দেশিত! আর বর্তমান কমিটির সভাপতি/সেক্রেটারিই কি থাকছেন নাকি এই শীর্ষ দুই পদে আদৌ কোনো পরিবর্তন আসবে? সেটা নিয়ে জেলা আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে প্রতিটি অঙ্গ ও সহযোগীে সংগঠনের নেতাদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।
তবে সিলেকশনে যে নেতা বাছাই হবে সেটা আঁচ করা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার সাথে কথা বলে। নাম প্রকাশ করার না শর্তে বিষয়টি আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন ওই নেতা। তিনি বলেন, আমাদের কাছে সম্মেলনের ২৪ ঘন্টা পূর্বে প্রকাশিত কাউন্সিলর তালিকাকে অগ্রহনযোগ্য ও জনৈক নেতার নিজের আদলে গড়া বলে হবিগঞ্জ থেকে নানাভাবে তথ্য এসেছে। এমন অবস্থায় জননেত্রী শেখ হাসিনাতেই ভরসা রাখার পক্ষে মতামত আসার প্রচুর সম্ভাবনা আছে।