স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আন্তর্জাতিক আদালতে মিথ্যা মামলা দায়েরকারী হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা ও বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদের জন্মদিন পালন করে সমালোচনায় ভাসছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্যের সেইন্ট-আলবান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি চৌধুরী রহমান ও যুক্তরাজ্য যুবলীগের সহ-ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলামিন চৌধুরী।
শোকের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আন্তর্জাতিক আদালতে মিথ্যা মামলা দায়েরকারী হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা ও বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদের জন্মদিন পালন করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় প্রকৃত বঙ্গবন্ধু প্রেমিকদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, গত (৬আগস্ট) শুক্রবার রাতে লন্ডন শহরে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা ও বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদের জন্মদিনে হৈ-হুল্লুর করে কেক কাটছেন নুর উদ্দিন চৌধুরী বুলবুল, চৌধুরী রহমান ও আলামিন চৌধুরীসহ অন্যান্যরা। অনুষ্ঠানের একফাঁকে ভিপি ফারুক আওয়ামী লীগ নেতা নূর উদ্দিন চৌধুরী বুলবুলের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন।
আর অন্যান্যরা জন্মদিনের শ্লোগান দিয়ে মুখরিত করে তুলছেন অনুষ্ঠানস্থল।
বিএনপি নেতা ফারুক আহমেদের তথ্য অনুসন্ধানে জানা যায়, বিএনপি-জামায়াত সরকারের আমলে তৎকালীন ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ অসহায় মানুষদের নির্যাতন, বাড়ি-ঘরে হামলা লুটপাট করেছেন। আওয়ামী লীগ নেতাদেরসহ ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীকে লাঞ্চিত করেন। ফারুক আহমেদ এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আন্তর্জাতিক আদালতে মিথ্যা মামলা দায়ের করে আলোচনায় এসেছিলেন।
এদিকে, শোকের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আন্তর্জাতিক আদালতে মিথ্যা মামলা দায়েরকারীর জন্মদিন পালনে আওয়ামী লীগ নেতার উপস্থিতি রীতিমতো হবিগঞ্জ জেলাসহ সারা দেশের আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভাবিয়ে তুলেছে। কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রীর উপর দায়ের করা মিথ্যার মামলার বাদি ও বিএনপি নেতার জন্মদিন পালন করে অবমাননা করেছেন বঙ্গবন্ধুর আর্দশের, আঘাত করেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সৈনিকদের হৃদয়ে। আবার কেউ কেউ বলছেন জন্মদিন পালন তো তুচ্ছ! নিজের অবস্থানে ভারসাম্য রাখতে তিনি নিয়মিতই যোগসাজস রাখেন বিএনপি-জামায়াত নেতাদের সাথে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, আমদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর দায়ের করা মামলার বাদি এই ভিপি ফারুক। কিন্তু এই ভিপি ফারুকের জন্মদিনে কি করে আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের নেতা অংশগ্রহণ করলেন তাও আবার শোকের মাসে সেটা আমাদের বোধগম্য নয়।
তারা আরো জানান, একটি জেলার গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও প্রবাসে বসে দিব্যি বিরোধী দলের নেতাদের সাথে দহরম-মহররম করে যাচ্ছেন, অংশ নিচ্ছেন তাদের বিভিন্ন অনুষ্ঠানেও।
প্রসঙ্গত, নূর উদ্দিন চৌধুরী বুলবুল দীর্ঘদিন প্রবাসে থাকার পরও ব্রিটিশ নাগরিক হয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী হয়ে জেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত হন। ফলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগে অনেক ত্যাগী ও প্রবীণ নেতাকর্মী পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন।
প্রবাসে থেকেও কিভাবে দলের গুরুত্বপূর্ণ পদে আসিন হলেন সেটা ভাবিয়ে তুলেছে সকলকে। তার এই ভিডিওি নিয়ে গুঞ্জন চলছে রাজনৈতিক মহলেও।
এই ব্যাপারে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু দৈনিক আমার হবিগঞ্জকে জানান, বিষয়টি আমি জেনেছি। যুবলীগের কেউ বিতর্কিত কোন ছাত্রদলের নেতার জন্মদিন পালন আমি অবশ্যই সমর্থন করি না।
যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান জানান, এটা খুব জঘন্য কাজ হয়েছে। যুক্তরাজ্য যুবলীগের যারা যারা এই অনুষ্ঠানে ছিলো আমরা তাদের পরিচয় জেনে কেন্দ্রে জানাব।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।