স্টাফ রিপোর্টার : গত ১৯ এপ্রিল সোমবার যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় হবিগঞ্জের চিড়াকান্দিস্থ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্তর শ্বশুড়ের বাসা ও দৈনিক আমার হবিগঞ্জের অফিস ও মঞ্জুরি ভবনসহ হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দিতে পাশে দাঁড়িয়েছে জেলা আওয়ামী লীগ। সোমবার (২৬এপ্রিল) দুপুর সাড়ে বারটায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল মঞ্চুরি ভবনসহ আশেপাশের ক্ষতিগ্রস্থ হওয়া হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে যান। সেখানে গিয়ে তাদেরকে শান্তনা দিয়ে এই হামলার নিন্দা জানান।

ছবি : জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর নেৃতত্বে ক্ষতিগ্রস্ত মঞ্জুরি ভবন পরিদর্শনকালে।
এসময় পরিদর্শনকারে প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগ নেতা ডা: অসিত রঞ্জন দাস,জেলা আওয়ামী লীগের সাবেক য্গ্মু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু,আওয়ামী লীগ নেতা প্রবাল কুমার মোদক। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী তার প্রতিনিধি দল নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে যান। সেখানে গিয়ে সম্পাদক সুশান্ত দাস গুপ্তর বড় বোন,বোনের জামাইসহ তার ভাগ্নিদেরকে শান্তনা দিয়ে আসেন।

ছবি : ক্ষতিগ্রস্থ ভবনের সামনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধিদল।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী দৈনিক আমার হবিগঞ্জকে জানান, যে ই বা যারা তুচ্ছ বিষয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট চালিয়েছে এটা ন্যাক্কারজনক কাজ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এ রকম হামলাকে কখনো সাপোর্ট করেনা আর ভবিষ্যতেও করবে না। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দরা বলেন-সরেজমিনে পরিদর্শনের পর আমরা জেলা আওয়ামীলীগের কাছে প্রতিবেদন দাখিল করবো। পরবর্তীতে এ ব্যাপারে জেলা আওয়ামীলীগ সিদ্ধান্ত নেবে। তবে প্রকৃত পক্ষে বাসা-বাড়িতে হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন।
উল্লেখ্য, সম্প্রতি একটি মন্দিরের জায়গা দখল নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহিরকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। এছাড়াও দুর্নীতি নিয়ে পর পর বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ। এই সব সংবাদের জের ধরেই পৌর মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে হামলা ও সম্পাদক সুশান্ত দাস গুপ্তর শ্বশুড়ের বাসাসহ আশেপাশের হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে এই হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগের সস্ত্রাসীরা। এই ঘটনায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্ত গত শনিবার (২৪এপ্রিল) রাতে হবিগঞ্জ সদর থানায় ২৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।