হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী একজন যুদ্ধাপরাধীর সন্তান! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 14 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী একজন যুদ্ধাপরাধীর সন্তান!

অনলাইন এডিটর
December 14, 2020 12:00 pm
Link Copied!

ছবি: আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের কপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর আপন বড় ভাই শওকত চৌধুরী ওরফে শকু।

তারেক হাবিব : হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পিতা শাজাহান চৌধুরীর বিরুদ্ধে ১৯৭১ সালের ১৬ আগস্ট নবীগঞ্জের পাঞ্জারাই-গুমগুমিয়া গ্রামে ৮জন নিরপরাধ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ এনে গত মাসের ২৩ তারিখে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় তালিকাভুক্ত রাজাকার টেনু মিয়াকে প্রধান করে আব্দুল ওয়াহিদ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর আপন বড় ভাই শওকত চৌধুরী ওরফে শকু চৌধুরীকে আসামী করে অভিযোগটি দায়ের করা হয়। যারা যারা যুদ্ধাপরাধীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তাদের মধ্যে পাঞ্জারাই গ্রামের হরেন্দ্র চন্দ্র রায়, শান্তি বালা রায়, চিত্রানী শুক্লবৈদ্য, উদয় শুক্লবৈদ্য এবং গুমগুমিয়া গ্রামের ত্রৈলক্ষ দাশ, জয়তারা রানী দাশ, গোবর্ধন দাশ, মহেন্দ্র দেবনাথের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের মৃত কীর্তি নারায়ণ দাশের পুত্র বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, মুক্তিবার্তা নং (লালবই)- ০৫০৩০৪০১৫২, মুক্তিযোদ্ধা আইডি নং- (ডাটাবেজ) ০৭০১০৬০২১৫ এর একটি ভিডিও ইন্টারভিউর সূত্র ধরেই অভিযোগের সূচনা হয়। লেখক-গবেষক হাসান মোরশেদ (প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক, ১৯৭১ জেনোসাইড আর্কাইভ) এই ভিডিও ইন্টারভিউটি ২০১৮ সালের ১৬ জানুয়ারি ধারণ করেন।
অভিযোগে জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের সুরঞ্জন দাশ মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। উত্তাল চট্টগ্রামে তিনি দেখেছেন অবাঙালী বিহারী ও পাকিস্তান আর্মির নির্যাতন। ২৪ মার্চ চট্টগ্রাম থেকে হবিগঞ্জ ফিরে আসলে এখানে দেখা হয় তার অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেনীতে প্রথম অনুদ্বৈপায়ন ছিলেন জগন্নাথ হলের হাউজ টিউটর, মার্চের শেষের দিকে আমেরিকায় চলে যাবার কথা তার পিএইচডি করতে, নবীগঞ্জের গ্রামে এসেছিলেন সবার কাছ থেকে বিদায় নিতে। অনুদ্বৈপায়ন শহীদ হন ২৫ মার্চ রাতে জগন্নাথ হলে পাকিস্তান আর্মির হত্যাকাণ্ডে সুরঞ্জন হবিগঞ্জ থেকে সিলেট আসেন ২৫ মার্চ। ২৫ মার্চ রাতেই সিলেট শহরে জেনোসাইড শুরু হয়। পরের দিনে কারফিউ শিথিল হলে পায়ে হেঁটে বাড়ির দিকে রওয়ানা দেন- পথে পথে ছড়িয়ে থাকা মানুষের  লাশ চোখে পড়ে।
কয়েকদিন পর পাশের গ্রাম হলদারপুরে সাধারণ মানুষের উপর পাকিস্তান আর্মি বিমান আক্রমণ করলে সুরঞ্জন সিদ্ধান্ত নেন যুদ্ধে যাওয়া ছাড়া কোন উপায় নেই। বন্ধু সুকুমার দাশসহ সীমান্ত পেরিয়ে মেঘালয়ের ইকো ওয়ান ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেন ৫নং সেক্টরের শেলা সাব-সেক্টরে।
এদিকে পাকিস্তান আর্মি তাদের গ্রাম আক্রমণ করে জ্বালিয়ে সুকুমার দাশ ও তার নিজের এবং আরো আত্মীয় স্বজনদের বাড়ি। নৃশংসভাবে হত্যা করে তার ভাই এবং বয়োবৃদ্ধ চাচীকে। হত্যা করে আরো পাঁচজন নিরীহ মানুষ।
সুরঞ্জন দাশ এর স্বাক্ষ্যে যুদ্ধের অভিজ্ঞতাসহ এইসব স্বজন হারানোর বেদনা উঠে এসেছে। মুক্তিযোদ্ধা হিসেবে পাকিস্তান আর্মির ক্যাম্প থেকে বাঙ্গালী নারীদের উদ্ধার করে নিয়ে আসার বর্ণনাও তিনি দিয়েছেন।
সুরঞ্জন দাশ পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মেজর হিসাবে স্বেচ্ছায় অবসর নিয়ে চলে যান কানাডায়। বর্তমানে কানাডা প্রবাসী এই মুক্তিযোদ্ধা এবং সামরিক অফিসার, সামরিক দৃষ্টিকোন থেকেও বিশ্লেষণ করেছেন পাকিস্তান আর্মি কর্তৃক সংগঠিত জেনোসাইডের নানাদিক।
ভিডিও ইন্টারভিউর ট্রান্সক্রিপ্ট নিচে হুবুহু তুলে ধরা হলোঃসুরঞ্জন দাশ আমার নাম। আমি বাংলাদেশে সেনাবাহিনীতে ছিলাম। মেজর হিসাবে আমি প্রিম্যাচির্উড ভলান্টারি টার্মিনেশন নেই ১৯৮৭ সালে এবং দেশ ছাড়ি ১৯৮৮ সালে।আমার বয়স ২০, ১৯৭১ সালে ২০ বা ২১ ছিলো। এর বেশী না। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠার পরীক্ষা চলছে- বেশ কয়েকটা সাবজেক্টে পরিক্ষা হয়ে গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।আমি তো চট্টগ্রামেই ছিলাম। চট্টগ্রামের অবস্থা খারাপ, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায়। ননবেঙ্গলী-বিহারী এবং পাকিস্তান আর্মিদের অত্যাচার অনেক বেশী ছিলো। চিটাগাং পোর্ট এবং সবকিছু মিলিয়ে চিটাগাং এর অবস্থা খারাপ ছিলো।

ইনফ্যাক্ট ২৩ তারিখ রাতে আমি চট্টগ্রাম থেকে রওয়ানা দেই। তখন বাস ডাইরেক্ট আসতোনা। ট্রেনে ২৪ তারিখ আমি আসি শায়েস্তাগঞ্জ। ঐখানে আমার এক বন্ধু ছিলো, শায়েস্তাগঞ্জ কলেজের প্রিন্সিপাল হয়ে রিটায়ার্ড করার পর সে মারা গেছে। সে কেমেস্ট্রি অনার্স পড়তো। ওর বাসায় আমি সকালে ঘুম দিয়ে ফ্রেশ হয়ে ২৪ তারিখ বিকালে হবিগঞ্জ আসছি। হবিগঞ্জে সম্ভবতঃ বিকেল চারটার দিকে আমাদের নবীগঞ্জের অত্যন্ত কৃতি সন্তান, অত্যন্ত মেধাবী-উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেনীতে প্রথম হয়েছিলেন, উনার আমেরিকায় পিএইচডি করতে যাওয়ার কথা ছিলো- অনুদ্বৈপায়ন ভট্টাচার্য- উনার সাথে আমার দেখা। পোষ্টঅফিস কোয়ার্টারে অন্নপূর্ণা রেস্টুরেন্টের সামনে। কুশল বিনিময়ের পর উনি বলেন- সুরঞ্জন আমি তো চলে যাচ্ছি আজকে রাতের ট্রেনে। ঐদিনই রাতের ট্রেনে উনি যায়, ২৫ তারিখ সকালে পৌঁছায় এবং ২৫ তারিখেই উনি শহীদ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি হাউজ টিউটর ছিলেন জগন্নাথ হলে। উনার ফ্লাইট বোধহয় ২৭ বা ২৮ তারিখে ছিলো। রাতের ট্রেনে আমি সিলেট রওয়ানা দিয়ে দিলাম। ২৪ তারিখ রাতে ২৫ তারিখ ভোরের দিকে গিয়ে সিলেট পৌঁছালাম। তখন খুব ধীরে চলতো- তিন/ চার ঘন্টার আগে শায়েস্তাগঞ্জ থেকে সিলেট গিয়ে পৌঁছাতোনা। ২৫ তারিখ সিলেট ছিলাম। ঐদিন রাতেই তো শুরু হয়ে গেলো। ঐদিন রাতে শুরু হবার পর কারফিউর মধ্যে পড়ে গেলাম। কারফিউ যখন ভাঙ্গলো তখন শুনলাম- এই জায়গায় মারছে, ঐ জায়গায় মারছে। সিলেট শহরে আমার এক মাসতুতো ভাই, মদনমোহন কলেজের ছাত্র ছিলো- নৃপেন্দ্র কুমার মহালদার- সে হোস্টেলে ছিলো মদনমোহন কলেজের। ওখানে গেলাম ওকে নিলাম। ওখান থেকে রওয়ানা দিয়ে পায়ে হেঁটে আসলাম। ব্রীজের পাশে কিন্তু অনেকগুলো ডেডবডি পড়েছিলো। ব্রীজ- সিলেটের ব্রীজ, পুরাতন ব্রীজ। ব্রীজ ক্রস করে যখন আমরা আসি- তখন দেখি পাঞ্জাবীরা ডেড বডিগুলো সামলাচ্ছে। হেঁটে বাড়ি আসলাম। বাড়ি আসার পর আসলে বুঝতে পারিনি যে এটা কতোটুকু সিরিয়াস হতে পারে। আমার একটা ইয়ে ছিলো যে হয়তো একটা প্যাঁচআপ হয়ে যেতে পারে। এন্ড নো বডি নৌজ হোয়াটস গোয়িং অন। এরকম একটা সিচুয়েশন ছিলো।

১৫/২০ দিন পর যখন জেনারেল রব এর বাড়িতে এয়ারক্রাফট থেকে এয়ার এটাক করে ঐ সময় আমি আমাদের মাঠ থেকে দাঁড়িয়ে নিজ চোখে দেখেছি যে এভাবে এয়ার এটাক হচ্ছে। দ্যাট ওয়াজ ভেরি পেইনফুল। আমার কাছে মনে হচ্ছিলো- অসহায় মানুষ আমরা, কোন কিছু করার নাই। এয়ার ক্রাফট থেকে মারছে নো বডি কুড ফায়ার ব্যাক। এ সমস্ত দেখে খুব খারাপ লাগছিলো। আমার বন্ধু সুকুমার-আমাদের চেয়ারম্যান ছিলো পাঁচবারের চেয়ারম্যান। উই ইউসড টু শেয়ার এভরিথিং। ওরে গিয়ে বললাম যে এইভাবে চলছে- নির্বিচারে নিরীহ মানুষ মারছে উই মাস্ট ডু সামথিং। সে বললো যে- একটু বুঝে শুনে করতে হবে এবং একটা টিম গঠন করতে হবে। হি টুক এবাউট সেভেন টু টেন ডেইস। তারপর বলল যে আমরা নয়জনের মতো হয়ে গেছি আমরা নয়জন যাবো। তারপর দিনক্ষণ ঠিক করে- এদিকে সব বর্ডার বন্ধ হয়ে গেছে, আমরা মে মাসের প্রথম দিকে আমরা বালাটের দিকে রওয়ানা দিলাম। কোনদিন তো যাই নাই দ্রাই পর্যন্ত গেছি। দিয়াই’র পরে আর যাই নাই। ঐদিকে গেলাম। দুইদিন লাগলো যেতে। তখন কিন্তু বালাটে- রিফিউজি ক্যাম্পে পরিবার সংখ্যা খুবই সীমিত অল্প। আর ট্রাঞ্জিট ক্যাম্পটা নদীর এই পাড়ে ছিলো। ট্রাঞ্জিট ক্যাম্পে যখন যাওয়ার সিদ্ধান্ত হলো- তখন দেখা গেলো কেউ নাই, আমি আর সুকুমার ছাড়া কেউ যাবেনা। তো আমরাই গেলাম। কিন্তু বালাট ক্যাম্প থেকে আমরা আর ট্রেনিংয়ে যেতে পারলাম না। একটু ভুল বুঝাবুঝি এবং প্রবেøম হয়েছে ট্রাঞ্জিট ক্যাম্পে। এখান থেকে আমরা শেলা চলে যাই। শেলা যাওয়ার পর হেমবাবু এবং উনার স্ত্রী আমাদেরকে রেখে- এখানে কয়েকদিন ছিলাম। উনার তত্ত¡াবধানেই আমরা খাওয়া দাওয়া করেছি। এবং উনি আমাদেরকে ট্রেনিংয়ে পাঠালেন। ট্রেনিংয়ে চলে গেলাম। ট্রেনিংয়ে গিয়ে- ইকো ওয়ানের ৭ নাম্বার ব্যাচ। জুন মাসে উই কেইম ব্যাক। ফোর উইক্স ট্রেনিং। ডেপ্লয়মেন্ট চেলাতে। সাম টাইমস অন অগাস্ট হেলাল সাহেব (সাব সেক্টর কমান্ডার) আসছেন।

আসার পাঁচ সাতদিনের মাথায়- উনি তো এসে রিপোর্ট নিয়েছে কারে দিয়া যুদ্ধ করা যায়, কার কী অবস্থান। হঠাৎ করে দেখি খবর আসছে আমার আর সুকুমারের যাওয়ার জন্য। গেলাম। যাওয়ার পর উনি উনার পরিচয় বললো- পাকিস্তান থেকে পালিয়ে আসছে, খুব চটপটে ছিলো- এখন তো একটু শান্ত হয়েছে। বললো যে, জয়নগর বলে একটা গ্রাম আছে- ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সঙ্গে। বাই দিস টাইম, উই আর নট সিজনড বাট উই হ্যাভ এন আইডিয়া হাউ টু ফাইট এন্ড ইউ নো যে, গুলি করলে পরে শুধু গুলি ধর যাবেনা, ইউ উইল অলসো গেট দ্যা বুলেট রিটার্ণ। সো ইউ হ্যাভ টু সেইভ ইউরসেলফ টু ফাইটব্যাক। উনি বললো যে- আমরা জয়নগর যাবো- সুরঞ্জনের কাছে থাকবে টু ইঞ্চ মর্টার আর একজন শেল কেরি করবে, সুকুমারের কাছে একটা এল এমজি আর উনার কাছে একটা এসএমজি থাকবে। আমরা তিনজন তিন পজিশনে দাঁড়াবো। জয়নগর গ্রামের পূর্বপাশে দূরবিন টিলার ঠিক নীচে আমাকে একটা হলুদ ক্ষেতে- আমাকে বললো যে তুমি এখানে থাকবা। সন্ধ্যা হচ্ছে হচ্ছে, সন্ধ্যা হয় নাই তখনো। আমারে বললো যে- উইদিন ফাইভ মিনিটস আমরা পজিশন নিয়ে নিবো, তোমার ফায়ার প্রথম হবে- টু ইঞ্চ মর্টার তারপর আমরা ওপেন করবো। তারপর ওরা আসবে আমার এখানে, তারপর আমরা উইথড্র করবো। আমাকে যেখানে বসানো হয়েছে- টু ইঞ্চ মর্টার তো একটু ক্লিয়ার জায়গা লাগে, আমি তো হলুদ ক্ষেতের মধ্যে সামনে কোন আর নাই। আর মানে আড়াল, আর্মিতে আর বলে।

পাঞ্জাবীরা সন্ধ্যার আগে আগে একটা রোল কল করে। পাঞ্জাবীরা না, সব সেনাবাহিনীতেই এটা আছে। কাউন্টিং, এরপর কার কি ডিউটি সেটা বন্টন করে দেয়া হয়। ওরা যখন ফল ইন করছে, আমাকে বলাই ছিলো- ওরা ফল ইন করবে, বাই দিজ টাইম আমরা পজিশন নিবো আর তুমি ফায়ার ওপেন করবে। এবার আমার দ‚রত্ব পাঞ্জাবীদের থেকে টু হান্ড্রেড ফিফটি মিটার দূরত্বে। মানে টিলার উপরে তারা, আমি টিলার নীচে। আমি তো প্রথম ফায়ার করছি। যেই ফায়ার করেছি স্ট্রেইট ফল ইনের মাঝে, স্ট্রেইট একেবারে ডাইরেক্ট হিট করছে, শেল ল্যান্ডেড রাইট ইন দ্যা ফল ইন। এরপর তো এরা এমন ফায়ার শুরু করছে। পেছনে ছিলো বাঁশের ঝাড়- বাঁশের মধ্যে পড়ে ব্রাশফায়ার আর বাঁশ ভেঙে এইভাবে। আমি তো লম্বা হয়ে পড়ে আছি। আমার সাথে যে শেল ক্যারি করছে সে ও লম্বা হয়ে পড়ে বলছে- দাদা আমরা তো আর বাঁচবোনা। আমি বলছি- আচ্ছা বাঁচবি, এখন শুয়ে থাক। এইভাবে দশ মিনিট পনেরো মিনিট ফায়ার করতে করতে সামান্য টাই ডাউন করছে ফায়ার এর মধ্যে দেখি হেলাল আর সুকুমার আসছে। এসে আমারে পেছন থেকে ডাক দিছে। ওরা তো টের পাচ্ছে আমি কাছেই কিন্তু এতো কাছে যে অনুমানই করতে পারে নাই। এভাবে হলুদ ক্ষেতে বসে ওপেন ফায়ার… এইভাবেই আমাদের যুদ্ধ এবং যুদ্ধকালীন সময়ের নানা ঘটনা।

এর ভেতর বাড়ি আসা বা বাড়ির সাথে কোন যোগাযোগ সম্ভব হয়নি। সম্ভবতঃ সাম টাইমস ইন নভেম্বর আমি খবর পাই- দাদা এবং জেঠিমা মারা গেছেন। ঘটনা ঘটেছিলো- শ্রাবণ মাসের শেষে বিষহরি পুজার পরে। তার মানে ভাদ্র মাসে। আমাদের গ্রামের নাম গুমগুমিয়া আর ইউনিয়নের নাম হলো ৭ নং করগাঁও ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলা। পাকিস্তান আর্মি নবীগঞ্জ উপজেলাতে ছিলোনা। হবিগঞ্জে ছিলো এলিমেন্টস আর শ্রীমঙ্গলে ছিলো। হবিগঞ্জে এদের প্রেসেন্স ছিলো ভেরী স্মল, প্লাটুন প্লাস ছিলো। আর শ্রীমঙ্গলে ছিলো ওদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টার। শ্রীমঙ্গল ওয়াজ স্ট্র্যাটেজিক্যালি মোর ইম্পোর্টেন্ট দ্যান হবিগ্ঞ্জ এন্ড মেনি আদার প্লেসেস। তেলিয়াপাড়া ছিলো। ওই বেল্টে যেখানে তাদের স্ট্র্যাটেজিক প্লেস ওখানে ছিলো।

আমি আর সুকুমার যে যুদ্ধ করছি- এটা তারা তাদের ইন্টেলিজেন্স, গোয়েন্দার মাধ্যমে জানে। ওই খবরের মাধ্যমে তারা আমাদের বাড়িঘর বা প্রতিশোধ নেয়ার জন্য। সেনাবাহিনীকে আনানো হয়েছে, সেনাবাহিনী প্রথমে আসছে আমাদের করগাঁও, আমাদের পাশের গ্রাম। যিনি শান্তি কমিটির চীফ ছিলেন, আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যানের বাবা শাহাজান মিয়া চৌধুরী উনার বাড়িতে। প্রথমে আসছে কিন্তু ছোয়াব মিয়া চৌধুরী নামে একজন- ঐ করগাঁওয়েরই । আমি যা শুনেছি- দ্যাট ইজ অথেনটিক, এর মধ্যে কোন কিছু নেই (ভ‚ল)। উনার বাড়ীতে আসে নাই- উনারে নিছে নৌকার মধ্যে। এরপর গেছে শাহাজান মিয়া চৌধুরীর বাড়ীতে, ঐখানে চা নাস্তা খাওয়ার পর শাহাজান মিয়া ওদেরকে নিয়ে গেছেন আমাদের গ্রামের জব্বার মৌলভীর বাড়িতে। এখান থেকে তারা অপারেশন শুরু করে সুকুমারের বাড়ি কাছে। সুকুমারের বাড়িতে আগুন দিছে। ওখানে গোলাগুলি কিছু করে নাই। বাড়িতে কোন মানুষ ছিলোনা, শুধু বাড়িটা পুড়াইছে। তারপর আমাদের বাড়িতে গেছে, আমাদের বাড়িটা গ্রামের উত্তর দিকে। গিয়ে আমাদের ঘর সহ আমাদের গোষ্ঠির যা ঘর আছে সব জ্বালাইছে। জ্বালিয়ে পরে জেঠিমা এবং আমার দাদারে গুলি করে মেরে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে। আমাদের বাড়ি থেকে বের হয়ে মাঠে, একদম নিরীহ- কোন কিছুর মধ্যে তার কোন সংশ্লিষ্টতা ছিলোনা, একটা গাছের নীচে- মহাদেব গাছ, দেবতা গাছ বলতো- এর নীচে সাধু মানুষ, পুজা টুজা করতো। তাকে মারছে, তার ওয়াইফকে মারছে, তার এক বছরের একটা ছেলেকে মারছে। মেয়েটা জীবিত আছে এখনো, চারুবাবুর বাসায় থাকে নবীগঞ্জে। এই হলো গিয়ে আমাদের গ্রামে তাদের অপারেশনের অবস্থা। আমাদের গ্রামে মারার মধ্যে এই দুইজন, ঐদিকে তিনজন আর যখন চলে যায় তখন উপেন্দ্র ধোপা আর ছেলে- যখন চলে যাচ্ছে গ্রাম থেকে, তখন সংগে যারা ছিলো জিজ্ঞেস করেছে ‘ওরা কারা’ বলছে যে ‘হিন্দু’। বিয়িং এ হিন্দু- দ্যা শট ফ্রম দ্যা বোট। বাড়ির মধ্যে গুলি করে দুইজন মেরে চলে গেছে। ফর নাথিং, জাস্ট ফর ফান।

তখন আমার মা ছিলেন জীবিত, বাবা ছিলেন না। আমার ভাই দুইজন- আমার আপন ভাই। উনারা ছিলেন, উনাদের স্ত্রী ছিলেন, ছোট ছোট বাচ্চা ছিলো। উনারা তো পালিয়ে আগে চলে গেছে। আগে যায় নাই- এদিকে যখন অপারেশন করবে, করগাঁও থেকে রওয়ানা দিছে আমাদের বাড়িতে যাবে এই খবর কোনভাবে পাইছে। পাওয়ার পর লোকজন- পাঞ্জাবী আসছে শুনে দৌড়াইয়া বের হয়েছে। এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে, তারপর বালাটে ছিলো। ঐ দুজন আর এস্কেপ করতে পারে নাই। দ্যা থট, হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যাডিং’ আমরা বুড়া মানুষ, আমাদেরকে আর মারবে কেনো?’ ভাই যাকে মারছে, পাঞ্জাবীরা গুলি করছে- উনার বয়স যেমনে ছিলো তেমনি মানসিকভাবে একটু ভারসাম্যহীনও ছিলো। আর জেঠিমার বয়স ৭৫/ ৭৬ উনি ভাবছে যে- বুড়া মানুষ, কিসের জন্য মারবে। একটা ইনোসেন্ট বিশ্বাস ছিলো- আমাকে মারার কোন সম্ভাবনা নাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পিতা শাজাহান চৌধুরী জীবিত নেই, তাই তাকে মামলায় আসামী করা হয়নি বলে জানা গেছে। যুদ্ধাপরাধী টেনু মিয়া, আনু মিয়া, আব্দুল ওয়াহিদ, আকিক মিয়া, শাজাহান চৌধুরী ইঞ্জিনের নৌকায় করে কিলিং মিশন পরিচালনার সময় শাজাহান চৌধুরীর ছেলে শওকত চৌধুরী ওরফে শকু চৌধুরীকেও সাধারণ মানুষের উপর গুলি করতে দেখা যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী একজন যুদ্ধাপরাধীর সন্তান, এই মর্মে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের খবরে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, দীর্ঘদিন ধরেই শাজাহান চৌধুরী যে একজন যুদ্ধাপরাধী তা জেনে আসছি। অভিযোগ দায়েরের খবরে আমি আশান্বিত যে ট্রাইবুন্যাল যথাযথভাবে অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী এ প্রতিবেদককে জানান, তার পরিবারের কেউ যুদ্ধাপরাধের সাথে জড়িত না। তার বড় ভাই শকু চৌধুরী মুক্তিযুদ্ধে গিয়ে ফেরত আসেন।