হবিগঞ্জ জেলায় শুদ্ধাচার পুরষ্কার পেলেন নবীগঞ্জের ইউএনও বিশ্বজিত কুমার পাল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলায় শুদ্ধাচার পুরষ্কার পেলেন নবীগঞ্জের ইউএনও বিশ্বজিত কুমার পাল

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব :: নবীগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ পেয়েছেন।
বুধবার (২৪জুন) রাতে সিলেট বিভাগীয় কার্য্যালয় থেকে প্রেরিত বার্তার মাধ্যমে উনার পুরষ্কার প্রাপ্তির খবর জানানো হয়।
আজ (৫ জুলাই) রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসক মো.কামরুল হাসান ওই পুরষ্কার ইউএনও বিশ্বজিত কুমার পাল হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে।