হবিগঞ্জ জেলায় ফ্যামিলি কার্ডে টিসিবি'র পণ্য পাবে নিম্নআয়ের প্রায় ৯২ হাজার পরিবার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 19 March 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলায় ফ্যামিলি কার্ডে টিসিবি’র পণ্য পাবে নিম্নআয়ের প্রায় ৯২ হাজার পরিবার

Link Copied!

দেশে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষেরা।

ওইসব সীমিত আয়ের মানুষ যেন কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সে জন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চাল, ডাল, চিনি, তেল ও পেঁয়াজের মতো কিছু পণ্য খোলাবাজারে বিক্রি করছে।

হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (২০ মার্চ) থেকে টিসিবির পণ্য বিক্রিতে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা, ৬টি পৌরসভা ৭৮টি ইউনিয়নের ৯১হাজার ৮২০ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় এনে রমজানে ২ বার ভর্তুকি মূল্যে টিসিবি এর পণ্য পৌঁছে দিবে জেলা প্রশাসন।

শনিবার (১৯ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২০ মার্চ) থেকে হবিগঞ্জ জেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে একযোগে (১ম পর্ব) শুরু হবে।

ফ্যামিলি কার্ড উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে বিরতণ করা হয়েছে বলে জানা যায়।

ইন্টারনেটে থেকে জানা গে‌ছে, ফ্যামিলি কার্ড দিয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দ‌রে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার বর্ণালী পাল দৈনিক আমার হবিগঞ্জকে বলেন ফ্যামিলি কার্ড সকল ইউনিয়নে পৌঁছে দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাসে সারাদেশে ১ কোটি নিম্নআয়ের পরিবারকে ২ বার ভর্তুকি মূল্যে টিসিবি পন্য পৌঁছে দেয়ার কার্যক্রম গ্রহন করা হয়েছে ।

রবিবার (২০ মার্চ) থেকে একযুগে এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।

হবিগঞ্জ জেলায় ৯১ হাজার ৮২০ টি পরিবার ‘ফ্যামেলি কার্ড’ এর মাধ্যমে পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে দুইবার টিসিবি পণ্য পাবেন।