তারেক হাবিব : জেলার কয়েকটি উপজেলায় ও হবিগঞ্জ শহরে টমটম অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। বিশেষ করে হবিগঞ্জ শহরে এবং শহর থেকে বাহিরের উপজেলায় যাতায়াতে প্রতিদিন যাত্রীদের নিকট থেকে এক শ্রেণীর দুর্নীতিবাজ চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। তার উপর বিষয়টি এখন লকডাউনে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে এ পরিবহন বাণিজ্য। এ নিয়ে নির্বিকার প্রশাসন।
সিএনজি অটোরিকশা ও টমটম চালকদের বেপরোয়া আচরণ এবং দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়ায় অতিষ্ঠ সাধারণ যাত্রীরা। ভাড়া নৈরাজ্য রীতিমতো রীতিমত নিয়ন্ত্রণহীন হয়ে চলছে বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। চালকদের কথামত ভাড়া না দিলে এরা প্রতিনিয়তই এরা সাধারণ যাত্রীদের তুচ্ছতাচ্ছিল্যসহ করেন নানা হয়রাণি।
চালকদের এমন আচরণে জনমনে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। দায়িত্বশীল সুত্র থেকে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহন চালিয়ে এবং অতিরিক্ত যাত্রী নিয়েও তিনগুণ ভাড়া আদায় করেন এক শ্রেণীর অসাধু চালকরা। ভাড়া নিয়ে কিঞ্চিৎ ব্যবধান হলেই তারা যাত্রীদের লাঞ্চিত করতেও দ্বিধাবোধ করেন না, ফলে অনেকেই ভয়ে নিরবে সহ্য করেন তাদের এ অত্যাচার। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সিএনজি স্ট্যান্ড থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গেইটে জনপ্রতি ২৫ টাকার স্থলে আদায় করা হচ্ছে ৫০ টাকা।
একই জায়গা থেকে নতুনব্রীজে ৪০ টাকার স্থলে নেয়া হচ্ছে ৭০ টাকা, বাহুবলে ৪০ টাকার স্থলে নেয়া হচ্ছে ৭০ টাকা, কটিয়াদি বাজারে ২০ টাকার স্থলে নেয়া হচ্ছে ৩০ টাকা। তবে সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন ঘোষণা হলেও আগের মতই চলছে সিএনজি অটোরিক্সা। অতিরিক্ত ভাড়া আদায় করলে মানছেন না সামাজিক দুরত্ব। সিএনজিতে ৩ জন পরিবহন করার কথা থাকলেও তারা ৫জন নিয়ে যাতায়াত করছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সচেতন ব্যক্তি জানান, সরকারের নির্দেশ অনুযায়ী গত মাসের ২৭ তারিখ থেকে হবিগঞ্জ সদর স্ট্যান্ড বন্ধ। তবে কিছু চালকরা পুলিশকে ম্যানেজ করেই পৈল রোড, শহরের ২নং পুল, শায়েস্তানগর হকার্স মার্কেট থেকে নিয়মিত গাড়ি চালিয়ে যাচ্ছে। এ সকল অসাধু চালকরা যাত্রীদের সাথে বাজে আচরণ করেন থাকে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মানবিক কারণে রিকশা চলাচলে পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ তেমন একটা বাধা না দিলেও এক শ্রেণীর ট্রাফিক পুলিশ টমটম ও অটোরিকশা (সিএনজি) চলাচলে সরকারি নির্দেশনা মানছে না। তাদের চোখের সামনেই টমটম ও সিএনজি চলাচল করছে। অর্ধেক যাত্রী এবং ডাবল ভাড়া নেয়ার নির্দেশনাটিও কার্যকর হয়নি। সমপরিমাণ যাত্রী নিয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নেয়া হয়।
রীতিমতো যাত্রীদের জিম্মি করেই আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। ট্রাফিক অফিস সুত্রে জানা যায়, দিনের বেলা আমরা টহল দিচ্ছি এবং সিএনজি ও টমটম আটক করে মামলাও দিচ্ছি। তবে রাতের বেলা লুকিয়ে তারা গাড়ি চালাচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ এসেছে। এখন থেকে সন্ধ্যার পরও প্রত্যেকটি সিএনজি ও অটোরিকশা আটক করে মামলা দেয়া হবে।
অন্যদিকে, টমটম ও অটোরিকশা চালকের অভিযোগ লকডাউনে পুলিশ ও ট্রাফিক পুলিশকে কয়েকগুণ বেশি সেলামি দিতে গিয়েই অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। বিবেকের বিরুদ্ধে গিয়েই এমনটা করতে বাধ্য হচ্ছে চালকরা।