এম.এ.রাজা : হবিগঞ্জ জেলায় ৯ টি মডেল মসজিদ হওয়ার কথা। যার বরাদ্দ মূল্য ১শত ৭কোটি ২২ লক্ষ ৬৮ হাজার টাকা। ইতিমধ্যে ৮ কোটি ১০ লক্ষ টাকা সরকার থেকে দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দকৃত বাকি টাকা না পাওয়ায় থেমে আছে মডেল মসজিদের নির্মাণ কাজ জানান,হবিগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
হবিগঞ্জ জেলার মডেল মসজিদটি হবে সুলতান মাহমুদপুর ইজতেমা মাঠের কাছে।সদর উপজেলার মসজিদটি হবে কবির কলেজ বাইপাস রোডে এবং লাখাই, বাহুবল, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, মাধবপুর ও বানিয়াচংয়ে একটি করে মডেল মসজিদ হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জেলায় নির্মাণধীন ৯টি মডেল মসজিদের মধ্যে সব থেকে এগিয়ে আছে চুনারুঘাট উপজেলার মসজিদটি। এই মসজিদটি আগামীতে জেলার মধ্যে প্রথমই উদ্বোধনের সুযোগ পাবে।
এ বিষয়ে হবিগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী আবদুল ওয়াহেদ জানান, সিলেট বিভাগের মধ্যে মাত্র একটি মডেল মসজিদ উদ্বোধন এর প্রথম অবস্থায় স্থান পেয়েছে সেটি সিলেট সুরমা অবস্থিত । হবিগঞ্জে আমরা দ্বিতীয় ধাপেও পারবো না তৃতীয় ধাপে চুনারুঘাট এর মসজিদটি উদ্বোধনী অনুষ্ঠানে স্থান পাবে বলে আমরা আশা করছি। আর বাকি কাজগুলো শেষ করব আমরা খুব তাড়াতাড়ি বরাদ্দকৃত অর্থ ছাড় পাওয়ার পরই।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্পূর্ণ সরকারি অর্থায়নে আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ১৯ লাখ ৯০ হাজার ৩৬ বর্গমিটার আয়তনের নির্মিতব্য এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিটির নির্মাণ ব্যয় কমপক্ষে ১২ থেকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা।