একের পর এক ফসলী জমির মাটি কাটা ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে হবিগঞ্জ জেলার ৬৬ ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট।
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব ইটভাটা গুলোকে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে ইটভাটাগুলো থেকে জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট সুত্রে জানা যায়, পরিবেশ আইন অমান্য করায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাজী রফিকুল ইসলামের মালিকানাধীন মের্সাস টিএনসি ব্রিকস’কে ১ লাখ ৫০ হাজার টাকা, পঙ্কজ শাহার মালিকানাধীন মের্সাস সোনই ব্রিকস’কে ১ লাখ ৫০ হাজার টাকা, হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাও এলাকার রীনা নাসরিনের মালিকানাধীন মের্সাস সোনালী ব্রিকস’কে ২লাখ টাকা, একই এলাকার শফিউল আজমের মালিকানাধীন মের্সাস নিউ সোনালী ব্রিকস’কে ২ লাখ টাকা, সাহাব উদ্দিনের মালিকানাধীন মের্সাস নিমার্ণ ব্রিকস’কে ২ লাখ টাকা, চুনারুঘাট এলাকার ছোটআব্দা এলাকার হাজী শেখ ইফতেখারুল গণির মালিকানাধীন মের্সাস অন্তর ব্রিকস’কে ১ লাখ ৫০ হাজার টাকা, একই উপজেলার আজাদ মিয়ার মালিকানাধীন মের্সাস তিতাস ব্রিকস’কে ২ লাখ টাকা, বালিয়ারী এলাকার শরীফ উদ্দিনের মালিকানাধীন মের্সাস তরফ ব্রিকস’কে ২ লাখ টাকা, আব্দুর রউফের মালিকাধীন মের্সাস খোয়াই ব্রিকস’কে ২ লাখ টাকা, কুদ্দুছ মিয়ার মালিকানাধীন মের্সাস শোভা ব্রিকস’কে ২ লাখ টাকা, নরপতি এলাকার গিয়াস উদ্দিনের মালিকানাধীন মের্সাস রিহাদ ব্রিকস’কে ২ লাখ টাকা, হাবিবুর রহমানের মালিকানাধীন মের্সাস মাহি ব্রিকস’কে ২ লাখ টাকা, জিল্লুল কাদির লস্করের এনি ব্রিকস’কে ২ লাখ টাকা, বাহুবল উপজেলার রিয়াদ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার, সুঘর এলাকার নাবিল ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার, সুঘর এলাকার মুন্সি ব্রিকসকে ২ লাখ টাকাসহ মোট ৬৬টি ব্রিকসকে ১ কোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, হবিগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় উপজেলার ফসলী জমির মাটি কাটাসহ লোকালয়ের মধ্যেই প্রায় ১’শ টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। ছাড়পত্রের শর্ত লঙ্গণ করার অপরাধে এসব জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সুত্র। হবিগঞ্জ জেলার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওই কার্যালয়।