হবিগঞ্জ জেলার ২৪টি চা বাগানের শ্রমিকদের আন্দোলন অব্যাহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 August 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলার ২৪টি চা বাগানের শ্রমিকদের আন্দোলন অব্যাহত

Link Copied!

রবিবার (২১ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতাদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের কথা শ্রমিকদেরকে জানাননি চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ফলে সোমবারও (২২ আগস্ট) আন্দোলন অব্যাহত রাখেন হবিগঞ্জ জেলার ২৪ টি চা বাগানের শ্রমিকরা।

জানা যায়, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রবিবার দিবাগত রাত ৯টায় এক সভায় বসেন।

রাত ৩টায় সভা সমাপ্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সহ-সভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ মৌলভীবাজারের জেলা প্রশাসকের প্যাডে দেয়া যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। প্রকাশিত সিদ্ধান্ত সমূহ হলো, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাঁর সম্মানে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘট প্রত্যাহার করে ২২ আগস্ট সোমবার কাজে যোগ দেবে।

আপাতত চলমান মজুরি ১২০ টাকা হারেই শ্রমিকেরা কাজ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে পরবর্তী সময়ে মজুরির বিষয়টি নির্ধারিত হবে। আসন্ন দুর্গাপূজার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য চা-শ্রমিকনেতারা আবেদন করেছেন, যা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হবে।

চা-শ্রমিকের অন্যান্য দাবি লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে দেওয়া হবে; সেগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আর বাগানমালিকেরা চা-বাগানের প্রচলিত প্রথা অনুযায়ী ধর্মঘটকালীন মজুরি শ্রমিকদের পরিশোধ করবেন।

বিবৃতিতে সই করেছেন প্রশাসনের পক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের পক্ষে ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সহসভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী প্রমুখ।

রবিবার দিবাগত রাতের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হলেও সোমবার সকাল থেকে যথারীতি কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচী পালন অব্যাহত রাখেন হবিগঞ্জ জেলার ২৪টি চা বাগানের শ্রমিকরা।

কর্মসূচী চলাকালে চান্দপুর চা বাগানের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে শ্রমিকদেরকে কাজে যোগ দেয়ার আহবান জানান চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।

এসময় চা শ্রমিকরা ৩শ টাকা মজুরির দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেননা এবং আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাসহ বিভিন্ন শ্লোগান দেন। তারা বলেন, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদেরকে ৩শ টাকা মজুরির দাবির আন্দোলনে নামিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।

শ্রমিকদের মতামত ছাড়া কোনো সমঝোতা সভায় না বসার অঙ্গীকারও করেছেন। কিন্তু শ্রমিকদেরকে না জানিয়ে রবিবার রাতে প্রশাসনের সাথে গোপন বৈঠক করে কর্মসূচী প্রত্যাহার করেছেন।

আমরা শ্রমিকরা নেতাদের এই গোপন আঁতাতের সিদ্ধান্ত মানিনা। আমরা আন্দোলন চালিয়ে যাবো। ৩শ টাকা মজুরির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমরা রবিবার জগদীশপুরে যখন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলাম তখন আমাদেরকে প্রশাসনের লোকজনসহ সরকারিদলের নেতৃবৃন্দ বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাহিরে গেছেন; তিনি দেশে ফিরে এসে আমাদের মজুরির বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

ছবি : চা শ্রমিকদের মাঝে জেলা প্রশাসক ইশরাত জাহান

কিন্তু আমরা টেলিভিশনের খবরে দেখেছি তিনি দেশেই আছেন। এসময় ইউএনও তাদেরকে বলেন, বিদেশে গেছেন বলা হয়নি। তিনি বিদেশ সফরে যাবেন এবং ফিরে এসে সিদ্ধান্ত দেবেন বলা হয়েছে।

কিন্তু শ্রমিকরা সমস্বরে বলতে থাকেন, না; আমাদেরকে বলা হয়েছে প্রধানমন্ত্রী বিদেশে আছেন। আমাদের সঙ্গে মিথ্যাচার করা হয়েছে। পরে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান চান্দপুর চা বাগানে উপস্থিত হয়ে আন্দোলনকারী শ্রমিকদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে কর্মসূচী প্রত্যাহারের আহবান জানান। তিনি বলেন, আমি আপনাদের বিপক্ষে নই। আমরা কেউ আপনাদের বিপক্ষে নই।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আপনারা কাজে যোগ দেন। চা শিল্পটাকে সচল রাখুন। আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের জন্য বলার সুযোগ দিন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান দিলে আমি তাঁকে বলতে পারবো চা শ্রমিকরা আপনার প্রতি সম্মান জানিয়ে কাজে যোগ দিয়েছেন।

এখন তারা আপনার সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষায় আছেন। কিন্তু আপনারা যদি এই সম্মানটুকু না জানান তাহলে আমি কোন মুখে বলবো? শ্রমিকরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ভারত যাননি।

তিনি এখনো দেশেই আছেন। সেহেতু তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি বলেন তিনি বিদেশ সফরে গিয়ে আসার পর আমাদের ৩শ টাকা মজুরি বৃদ্ধির ঘোষণা দেবেন। তাহলেই আমরা ১২০ টাকা মজুরিতে এখন কাজে যোগ দেবো।

মাননীয় প্রধানমন্ত্রীর নিজের মুখের কথা ছাড়া আর কারও কথায় আমরা কাজে যোগ দেবোনা।
জেলা প্রশাসক বেলা ১টার দিকে শ্রমিকদের সাথে কথা বলে আসার পরও আড়াইটা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করেন এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

চান্দপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লক্ষীচরণ কর্মকার, চা কন্যা নারী সংগঠনের সভানেত্রী খাইরুন আক্তার, সাধারণ সম্পাদক সন্ধ্যা রাণী ভৌমিক, শ্রমিক নেতা বীরেন কালিন্দী প্রমূখ।

এদিকে লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক বলেন, ‘আমাদের লস্করপুর ভ্যালির ২৩টি চা-বাগানের বাগান পঞ্চায়েত নিয়ে আমরা বসেছিলাম। পঞ্চায়েতের সবাই ধর্মঘট প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন।’

লস্করপুর ভ্যালীর সভাপতি রবীন্দ্র গৌড় বলেন, ‘সারা বাংলাদেশের সব বাগানের শ্রমিকরাও যদি কাজে যোগ দেয় তারপরও লস্করপুর ভ্যালীর ২৩টি বাগানের শ্রমিকরা কাজে যোগ দেবেনা। ৩শ টাকা মজুরির দাবি আদায় না হওয়া পর্যন্ত মরে গেলেও আন্দোলন চালিয়ে যাবে।’

শ্রমিক নেত্রী খাইরুন আক্তার বলেন, ‘চা শ্রমিক ইউনিয়নের নেতারা কাউকে কিছু জিজ্ঞেস না করে কীভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন? আমরা শ্রমিকেরা চাঁদা দেই। সেই চাঁদায় তারা নেতাগিরি করেন। কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে তারা আমাদের যৌক্তিক আন্দোলন প্রত্যাহার করতে পারেন না। আমরা সেটা মেনে নেব না।’

অনেক শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত না মানার ব্যাপারে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় কমিটি প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছি। এখন শ্রমিকরা যদি সেটা মেনে না নেন, তাহলে আমরা কী করতে পারি? চা-শ্রমিকরা আমাদের প্রাণ। তারা আমাদের নেতা বানিয়েছেন।’

হবিগঞ্জ জেলার সব চা বাগানসহ সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালনের কথাও তিনি স্বীকার করেন।