রায়হান উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
রোববার (১৯ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার “রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন-২০২১” উপলক্ষে জেলায় আগমন করলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম এর আগমন উপলক্ষে “গার্ড অব অনার” প্রদান করে হবিগঞ্জ জেলা পুলিশের চৌকস দল।
এ সময় তিনি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।
তাছাড়াও ডিআইজি হবিগঞ্জ জেলার পুলিশ ব্যারাক, পুলিশ হাসপাতাল, পুলিশ মেস মটরযান শাখা, অস্ত্রাগার, বিভাগীয় ভান্ডার, পোশাক ভান্ডারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন।
ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম পরিদর্শনকালে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।