হবিগঞ্জ জেলায় ত্রুটিপূর্ণ ডিজাইনে ঝুকিতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন 'বীর নিবাস' প্রকল্প - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 8 November 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলায় ত্রুটিপূর্ণ ডিজাইনে ঝুকিতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ‘বীর নিবাস’ প্রকল্প

Link Copied!

আতাউর রহমান ইমরান
হবিগঞ্জ জেলায় ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে’র আওতায় বীর মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য বীর নিবাস নামের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ছাদযুক্ত পাকা বাড়ি নির্মাণ করে দেয়ার প্রকল্পের ডিজাইনে ছাদ ব্যাতীত অন্য কোথাও রড ব্যবহার না করেই মাত্র আড়াই ফুট গভীরতার ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র ইট দিয়ে তৈরিকৃত পিলার ব্যবহার করে প্রকল্পের কাজ সম্পাদন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছবি : হবিগঞ্জ জেলায় নির্মাণ করা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ‘বীর নিবাস’ প্রকল্প

ভাটি অঞ্চলে অবস্থিত হবিগঞ্জ জেলার মাটি তুলনামূলক নরম হওয়ায় এতে করে এ ভবনগুলি নির্মিত হলে ছাদ ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যাদের জন্য ভবন নির্মাণ করা হচ্ছে সেই বীর মুক্তিযোদ্ধাগন বলছেন এভাবে হবিগঞ্জ জেলায় এখনকার সময় ছাদযুক্ত পাকা বাড়ি রড ব্যবহার না করে সাধারণত  তৈরি করা হয় না। লাখাই উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কেশব কান্তি রায় জানান, এভাবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণ করা হলে ঝুঁকি থেকে যায়।
হবিগঞ্জ জেলায় সরকারীভাবে সাধারণত ৮ শত ফুট গভীরতার আর্সেনিকমুক্ত টিউবওয়েল দেয়া হলেও বীর নিবাস গুলিতে মাত্র ১ শত ২৫ ফুট গভীরতার টিউবওয়েল এর বরাদ্দ দেয়া হয়েছে। এ ধরনের টিউবওয়েল দেয়া হাস্যকপ্র বলে মন্তব্য করছেন অনেকেই।
প্রতিটি বাড়িতে এই ডিজাইন অনুযায়ী বাড়ি তৈরি করা হলে এসব বাড়ি যেকোন সময় ভেংগে পরে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। জানা যায়, হবিগঞ্জ জেলায় প্রতিটি বাড়ি নির্মানের জন্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা করে ৫৪ টি বাড়ির জন্য মোট ৭ কোটি ৪১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এর মধ্যে লাখাইয়ে ৬ জন, হবিগঞ্জ সদরে ৭ টি, বানিয়াচং ৭ টি, মাধবপুর ১১ টি,   নবীগঞ্জ ১০ টি আজমিরিগঞ্জ ৫ টি, বাহুবল ৮টি। চুনারুঘাট উপজেলায় এখনো যাচাই বাছাই চলছে।
এ ব্যাপারে করাব গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন জানান, কোন রড ব্যবহার না করেও পাকা ঘরের ছাদ তৈরি করা সম্ভব, তবে সে ক্ষেত্রে মাটির ন্যূনতম চার থেকে পাঁচ ফুট গভীরতায় ফাউন্ডেশন দিতে হয়। মাত্র আড়াই ফুট গভীরতায় ফাউন্ডেশন দিয়ে ছাদযুক্ত পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে আলাপ হলে তিনি জানান, লাখাই উপজেলা হাওর অঞ্চল হিসেবে এই এলাকার মাটি নরম। এখানে আরো টেকসই ভবন নির্মাণ করা প্রয়োজন। সেজন্য বীর নিবাস প্রকল্পের ডিজাইন সংশোধনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী কাজল কান্তি দাস জানান, এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান প্রকল্পের ডিজাইন সংশোধন করার জন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ইদ্রিস সিদ্দিকীর নিকট একটি সংশোধনী প্রস্তাব প্রেরণ করেছেন।
এ বিষয়ে জানতে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সাথে মোবাইলে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।