স্টাফ রিপোর্টার ।।হবিগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন সংক্রান্ত তদন্ত শেষ হতে না হতেই নতুন ঝামেলা শুরু হয়েছে। গতকাল হবিগঞ্জের স্থানীয় কয়েকটি দৈনিকে অর্ডিনারী ও এসোসিয়েট গ্রুপে ১৮ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার খবর প্রকাশ হওযায় সাধারণ সদস্যদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে চেম্বার প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী গত ২২ নভেম্বর তদন্ত শেষে প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে বানিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন শাখার পরিচালকের নিকট পাঠিয়েছেন বলে জানা গেছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, তদন্ত প্রতিবেদনে নির্বাচন সংক্রান্ত বেশকিছু গড়মিলের অভিযোগ প্রমান পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা হারানোসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগ বানিজ্য মন্ত্রনালয়ের বানিজ্য সংগঠন শাখায় প্রেরণ করেন।
বানিজ্য সংগঠন এ সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেয়ার আগেই গতকাল শুক্রবার (১০ডিসেম্বর) হবিগঞ্জের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় অর্ডিনারী গ্রুপের মিজানুর রহমান শামীম, মোঃ হাবিবুর রহমান খান, আব্দুর রহমান, মোঃ দেওয়ান মিয়া, আবু হেনা মো¯তফা কামাল, মফিজুর রহমান বাচ্চু, মোঃ তাজুল ইসলাম ফরিদ, মশিউর রহমান শামীম, মোঃ জাহিরুল আলম, শেখ জামাল মিয়া, শংখ শুভ্র রায় ও মোঃ আব্দুল কদ্দুস এবং এসোসিয়েট গ্রুপের কায়সার আহমেদ চৌধুরী জনি, সোহেল রানা তালুকদার, মোঃ জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান, সিদ্ধার্থ শংকর রায় পিনাক ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন বলেও খবরে উল্লেখ করা হয়।
যোগাযোগ করা হলে চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, যেখানে মনোনয়নপত্র কেউ দাখিল করেনি সেখানে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচন হওয়ার তো কোন সুযোগই নেই। তিনি বলেন, হবিগঞ্জের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ইন্ধনে এসব কর্মকান্ড শুরু হয়েছে। তাঁর ইঙ্গিতেই কতিপয় স্বার্থন্বেষী সদস্য চেম্বারের সুনাম বিনষ্ট করার পায়তারা করছে। বানিজ্য মন্ত্রনালয় ২/১ দিনের মধ্যেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে তিনি আশা করছেন ।
উল্লেখ্য যে, মোতাচ্ছিরুল ইসলাম গত ১১ নভেম্বর বানিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন শাখার পরিচালকের নিকট এক অভিযোগপত্রে নিবার্চন বোর্ডের চেয়ারম্যান শাকিল মোহাম্মদ একটি পক্ষের প্রতিনিধি হয়ে মনগড়াভাবে ভোটার তালিকা প্রকাশ করেছেন। বিষয়টি অবগত হওয়ার পর আপিল বোর্ডের তিন সদস্যের মধ্যে ২জন গত ৩ অক্টোবর পদত্যাগ করেন। বৈধ ভোটারদের বাদ দিয়ে অবৈধভাবে নতুন সদস্য ভোটার তালিকায় অর্šÍভূক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান নিজেই জালিয়াতি কাগজের মাধ্যমে সদস্যপদ গ্রহন করেছেন উল্লেখ করে বিতর্কিত ভোটার তালিকা দিয়ে হবিগঞ্জ চেম্বারের নির্বাচন সমীচিন হবে না বলে জানান। এ প্রেক্ষিতে গত ১৮ নভেম্বর বানিজ্য সংগঠন শাখার পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান বিষয়টি ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত পূর্বক মতামত প্রতিবেদনের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে চিঠি দেন।
গত ২২ নভেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত শেষে মতামতসহ প্রতিবেদন দেন। তদন্তকালে অভিযোগকারি চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও নির্বাচন বোর্ডের শাকিল মোহাম্মদ লিখিতভাবে জবাব দেন।
এদিকে তফসিল অনুযায়ী ১৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়ের কথা থাকলেও ওইদিন সন্ধ্যায় হবিগঞ্জ চেম্বারের সচিব মোঃ আরজু মিয়া মজুমদার এক প্রেস বিঞ্জপ্তিতে জানান নির্ধারিত সময়ে কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেননি। গত ৪ অক্টোবর প্রকাশিত তফশিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল।
নিউজের বিষয়ে শাকিল মোহাম্মদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান নিউজে প্রকাশিত শতভাগ সত্যতা আছে।