হবিগঞ্জ চেম্বার অব কমার্সে বাড়ছে ভূয়া সদস্য : অভিযোগের তদন্ত সম্পন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 25 November 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ চেম্বার অব কমার্সে বাড়ছে ভূয়া সদস্য : অভিযোগের তদন্ত সম্পন্ন

Link Copied!

স্টাফ রিপোর্টার :   ভুয়া ট্যাক্স সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সদস্য অন্তর্ভুক্তির অভিযোগ বেড়েই চলছে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে করে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে হবিগঞ্জের ঐতিহ্যবাহী এ সংগঠনের।

 

সম্প্রতি নির্বাচন জঠিলতা নিয়ে সদস্যদের তথ্য যাচাই বাচাইয়ে একের পর এক যেন কেচোঁ খুড়তে সাপ বেরিয়ে আসছে। অভিযোগ উঠেছে চেম্বার অব কমার্সের বর্তমান প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম দেশের বাহিরে থাকার সুবাদে প্রতারণার মাধ্যমে অযোগ্যদের দল ভারী করতে তাদের সদস্য অন্তর্ভুক্তি করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর ভবন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ ব্যাপারে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম বাদী হয়ে পরিচালক, বাণিজ্য মন্ত্রনালয় বরাবরে গত ১৭ নভেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের নানা অনিয়মের ফলে গত ৩ অক্টোবর পদত্যাগ করেছেন দুই সদস্য। তাছাড়া সাম্প্রতিক নির্বাচনের প্রধান দায়িত্বে থাকা শাকিল মোহাম্মদ নামে এক সদস্য নিজেই ভুয়া ট্যাক্স সার্টিফিকেট দাখিল করেছেন। এদিকে অনুসন্ধানে শাকিল মোহাম্মদ ছাড়াও শাহ আশিকুর রহমানসহ আরও এক ভূয়া ট্যাক্স সনদ প্রদানকারীর তথ্য পাওয়া গেছে।

 

৮১৩৭৩৫৩৭৯৪০৩ সনাক্তকরন সংখ্যার অধিনে জনৈক চৌধুরী এবং মেসার্স শাহ ট্রেডিং এর অধিনে ৬৮২০৫৬৮১০৩৮৮ সনাক্তকরন সংখ্যায় ভুয়া ট্যাক্স সনদ জমা দিয়েছেন। যা যাচাই বাচাইয়ে গত ১ নভেম্বর সঠিক নয় বলে প্রত্যয়ন করেছেন হবিগঞ্জ জেলা সহকারী কর কমিশনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

এ ব্যাপারে আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলটা আমার হাতে আছে প্রয়োজনে দাখিল করব, তাহলে ভুয়া সনদ কেন দাখিল করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি নানান অজুহাতে তিনি তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

হবিগঞ্জ চেম্বার অব কামার্স এর প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম জানান, জালিয়াতির মাধ্যমে পুরনো তারিখ ব্যবহার করে ভুয়া সনদের মাধ্যমে সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা খুবই দুঃখজনক। তিনি বিষয়টির সুষ্ঠ প্রতিকার চান। এর আগে গত ২২ নভেম্বর প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্বে থাকা শাকিল মোহাম্মদ নামে এক সদস্যের ভুয়া ট্যাক্স সনদ নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।

 

এদিকে, নানা জঠিলতার তদন্ত শেষ করে বাণিজ্য মন্ত্রণালয় বরাবরে প্রতিবেদন প্রেরণ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।