মোঃ খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার আমু চা বাগানের সাঁওতালল্যান্ড বাশ বাড়ি নামকস্থানে এঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুএে জানা যায়, উপজেলার ঝুড়িয়া গ্রামের বকুল মিয়া (৪৫) ও তার বড় ভাই চিমটিবিল খাসের ফজলু মিয়ার (৪৮) মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ফজলু ও তার ছেলে ফয়সল মিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বকুলকে তারা দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় চা বাগানের শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন, তাদের আসল বাড়ি দেওরগাছ ইউনিয়নের জুইড়া গ্রামে। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মারামারি, মামলা মোকাদ্দমাসহ ২০ টিরমত শালিস বিচার হয়েছে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় নিহত বকুলের বড় ভাই ফজলু মিয়া ও তার ভাতিজা ফয়সাল মিয়াকে আটক করা হয়েছে।