হবিগঞ্জ গণপূর্ত বিভাগ কে চালায় : নির্বাহী প্রকৌশলী নাকি প্রধান সহকারী নুরুল ইসলাম? - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 7 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ গণপূর্ত বিভাগ কে চালায় : নির্বাহী প্রকৌশলী নাকি প্রধান সহকারী নুরুল ইসলাম?

অনলাইন এডিটর
December 7, 2020 2:46 pm
Link Copied!

ছবি: সহকারী নুরুল ইসলাম।

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নুরুল ইসলাম প্রধান সহকারী স্থানীয় লোক হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ১৩ বছর যাবৎ কর্মরত থেকে বিভিন্ন অপকর্ম ও দুর্নীতি করে আসছেন।

এমনই অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীদের কাছ থেকে। অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম হবিগঞ্জ গণপূর্ত অফিসে দীর্ঘ ১৩ বছর যাবৎ কর্মরত আছেন। অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে বিগত ২০০৭ সালে হবিগঞ্জ গণপূর্ত বিভাগে সরকারী যোগদানের পর থেকে তিনি ২০১৩ সালে উচ্চমান ও প্রধান সহকারী হিসেবে পদোন্নতি হওয়ার পর হবিগঞ্জ জেলার পুনরায় গণপূর্ত বিভাগে যোগদান করেন। দীর্ঘ ১৩ বছর যাবৎ হবিগঞ্জ গণপূর্ত বিভাগে ক্ষমতার অপব্যবহার করে ২০০৭ সাল থেকে অদ্য পর্যন্ত হবিগঞ্জের একই অফিসে চাকরী করে আসছেন তিনি। জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার সুবাধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অফিসের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহাকারী প্রকৌশলীদেরকে ও কর্মচারীদেরকে ক্ষমতার দাপট দেখিয়ে যা ইচ্ছা তাই করছেন। জানা যায়, নুরুল ইসলামকে বদলি বা তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার সাহস কোনো প্রকৌশলী দেখাতে পারেন না।

উক্ত অফিসে নুরুল ইসলাম তার আপন দুই ভাইকে ঠিকাদারী লাইসেন্স করে দেওয়াসহ আত্মীয়-স্বজনদের লাইসেন্স করে দিয়ে ঠিকাদারি করাচ্ছেন। তার নামে-বেনামে রয়েছে অসংখ্য ঠিকাদারী লাইসেন্স। শুধু তাই নয়, হবিগঞ্জ গণপূর্ত বিভাগীয় অফিসের নামে কাগজপত্রাদি স্টেশনারীর মালামাল ভাউচার কোটেশন করে সরকারী লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

নুরুল ইসলাম নিজে চাকরীজীবি হয়েও ঠিকারদারীতে জড়িয়ে পরেছেন। অফিসের সকল প্রকৌশলীরা নুরুল ইসলামের ব্যাপারে অবগত আছেন। কিন্তু এসব ব্যাপারে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা জানা সত্যেও তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেন না। উল্লেখ্য, উচ্চমান ও প্রধান সহকারী পদোন্নতি পাওয়ার পর হবিগঞ্জ জেলার গণপূর্ত বিভাগে অন্য যে কোনো জেলা হতে নিবার্হী প্রকৌশলী হবিগঞ্জ বিভাগে বদলী হয়ে আসলে নুরুল ইসলাম নিবার্হী প্রকৌশলীকে ভুল তথ্য দিয়ে এবং ভুল বুঝিয়ে বিভিন্নভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের হয়রানি করেন ও বদলী করান।

অনুসন্ধানে জানা যায়, সরকারী কর্মচারী শৃংখলা ও আপীল বিধিমালা ১৯৮৫ ইং সনের শৃংখলা ও আচরণ বিধিমালা বিধি-৩০ রাজনৈতিক বা কোন প্রভাব খাটানো কোন সরকারী কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন রাজনৈতিক বা অন্য কোন প্রভাব খাটাইবার চেষ্টা করতে পারবেন না। (বিধি-৩২) বিধি সমূহের লঙ্গণ করিলে সরকারী শৃংখলা ও আপীল বিধিমালা ১৯৮৫ ইং এর আওতায় অসদাচরন বলে গণ্য হবে এবং কোন সরকারী কর্মচারী এই বিধিমালা দায়ে দায়ী হবেন।

তার বিরুদ্ধে অভিযোগে আছে নুরুল ইসলাম হবিগঞ্জ জেলায় বিভিন্ন গ্রামে গ্রাহকের সাথে ডিস ব্যবসায় জড়িয়ে আছেন। যা সরকারি চাকুরী বিধি-২৭ এর পরিপন্থি।

বিধি-২৭ অনুযায়ী, ব্যক্তিগত ব্যবসা বা চাকরী এই বিধিতে অন্যান্য বিধানের সাপেক্ষে সরকারের পূর্বানুমতি ব্যতিত কোন সরকারী কর্মচারী তার অফিসের কর্তব্য ব্যতিত অন্য কোন ব্যবসা বা চাকরী নিয়া অঙ্গীকার বা কাজে নিয়োজিত হইতে পারবে না। হবিগঞ্জ গণপূর্ত অফিসের কাগজ, কলম এর কোটেশন করেও সরকারী টাকা আত্মসাৎ করছেন। বিভিন্ন টেন্ডার পত্রিকায় প্রকাশ হওয়ার পর সকল বিষয়ে হস্তক্ষেপ করেন।

হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নুরুল ইসলামের বিরুদ্ধে একাদিক লিখিত অভিযোগ থাকা সত্যেও, বদলিজনিত ও দুর্নীতির বিষয়ে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়নি। এত দুর্নীতি করার পরও এত অভিযোগ থাকার পরও দীর্ঘ ১৩ বছর যাবৎ হবিগঞ্জ গণপূর্ত বিভাগে একই অফিসে আছেন। অভিযুক্ত নুরুল ইসলামের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।