এম এ রাজা : নেই নিয়োগপত্র, দেয়া হয়নি কখনো নিয়োগও। তবে চাকরি করে আসছেন সরকারী প্রতিষ্ঠানে বছরের পর বছর। সরকারী অফিসের লগো ব্যবহার করে নিয়োগ বাণিজ্যসহ ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আত্মসাত ইত্যাদি অভিযোগ রয়েছে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের কথিত দায়িত্বরত কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে।
জানা গেছে, ওই অফিসের কম্পিউটার অপারেটর আশরাফুল হক, পাম্প চালক উস্তার মিয়া, শামীম মিয়া, পাহারাদার আব্দুল আহাদ, আব্দুর রশিদ, ঝাড়–দার ছাবিয়া রানু, জগদীশ হরিজনসহ আরও কয়েকজন অস্থায়ী চাকরির নাম ব্যবহার করে বছরের পর বছর সুবিধা গ্রহণ করে আসছেন হবিগঞ্জ গণপূর্ত অফিস থেকে। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ গণপূর্ত বিভাগে গত ২৪ সেপ্টেম্বর ১৯৮৭ থেকে অস্থায়ী কৌটা এবং ২৩ জানুয়ারী ১৯৮৬ থেকে কার্যভিত্তিক এ প্রতিষ্ঠানে লোক নিয়োগ সম্পূর্ণ বন্ধ আছে।
জানা গেছে, ওই অফিসের কিছু অসাধু কর্মকর্তা একে-অপরের যোগসাজসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে হেড অফিসের নাম ভাঙ্গিয়ে যাকে ইচ্ছা তাকেই নিয়োগ প্রদান করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, অবৈধভাগে এ নিয়োগে থাকা কর্মচারীদের বেতনের একমাত্র উৎস হলো দূর্নীতি করে হাতিয়ে নেয়া অর্থ।
সেবা গ্রহিতাদের কাছ থেকে নানা অযুহাতে হাতিয়ে নেয়া অর্থের একটি অংশ থেকে তাদের মাসিক বেতন প্রদান করা হয় তাদের। অন্যদিকে, অবৈধ নিয়োগকৃতদের দূর্নীতির টাকার একটি বড় অংশ পেয়ে থাকেন বড় কর্মকর্তারা। কোন নিয়োগের বলে চাকরিরত আছেন জানতে চাইলে অভিযুক্ত কম্পিউটার অপারেটর আশরাফুল কোন সঠিক জবাব দিতে পারেননি।
ওই অফিসের আরেক কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুল আলম শামীম-এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে মোবাইল ফোনে কথা না বলে অফিসে গিয়ে সরাসরি কথা বলতে বলেন। এরপর অফিসে গিয়ে বার বার তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।