পলাশ পাল : নাজুক হয়ে পড়েছে হবিগঞ্জ খোয়াই নদীর বাঁধের অবস্থা। রাত-দিন ট্রাক্টর দিয়ে বালু পরিবহন করছেন উত্তোলনকারীরা। সরকারী নির্দেশ আছে, বাঁধের ক্ষতি করে নদী থেকে বালু ট্রাক্টর দিয়ে পরিবহন করা যাবে না। কে শুনে কার কথা? আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাঁধ কেটে ট্রাক্টর দিয়ে নদী থেকে উত্তোলিত বালু পরিবহন করা হচ্ছে।
এই অবৈধ বালু উত্তোলনকারীরা এতোই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কথা বলতে কেই সাহস পায় না। আর যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে মামলা দিয়ে হয়রানী করা হয়। শহরের মাছুলিয়া ব্রীজ থেকে কামড়াপুর কিবরিয়া ব্রীজ পর্যন্ত খোয়াই নদীর বাঁধের বিভিন্ন স্থানে বাঁধ কেটে ট্রাক্টর ও ট্রাক দিয়ে পরিবহন করা হয় বালু। আবার ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে অনেক জায়গায় বাঁধ ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনের কোন নজর না থাকায় দেদারছে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।