হবিগঞ্জ কারাগারে হাজতিদের পুনর্বাসনের উদ্যোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 February 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ কারাগারে হাজতিদের পুনর্বাসনের উদ্যোগ

এম এ রাজা
February 28, 2023 8:01 pm
Link Copied!

হবিগঞ্জ কারাগারে হাজতিদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। তারা জেল থেকে বের হয়ে আর যাতে অপরাধমূলক কাজ করতে না পারে সে ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ লক্ষ্যে একটা ফাউন্ডেশন করা হয়েছে। এ ফাউন্ডেশন এর উদ্যোগে জেলের ভেতরের আসামীরা বিভিন্ন কাজ শিখে এবং বাইরে গিয়ে কাজে প্রতিফলন ঘটায়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেল পরিদর্শনে এসে একথা বলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু, কবি তাহমিনা বেগম গিনি, জেল সুপার মতিয়ার রহমান, জেলার মাসুদ হাসান জুয়েল, সফিকুর রহমান ফারছু, ডাঃ এম এ রব, এডভোকেট বজলুর রহমান, হবিগঞ্জ সমাজসেবা কার্যালয়ে প্রবেশন অফিসার নিপুন রায়।

তারা এ অপরাধী সংশোধন পুর্নাবসন হবিগঞ্জ সমিতির উদ্যেগে মহিলা ওয়ার্ডের জন্য দুটি টেলিভিশন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত ১ শ পিস কম্বল উপহার দেয় দেন।

উল্লেখ্য, হবিগঞ্জ কারাগারে আসনের ৪শ ৪৬ এর বিপরীতে হাজতি ও
কয়েদী রয়েছেন ৯ শত ১১ জন।