হবিগঞ্জ কারাগারের এক আসামির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 25 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ কারাগারের এক আসামির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

Link Copied!

এম এ রাজা ।। হবিগঞ্জ সদর হাসপাতালে বারান্দায় সকাল থেকেই লাশটি পড়ে ছিল। পাশে ছিল না কোনও আত্মীয়-স্বজন । কৌতূহল বশত হাসপাতাল কর্তৃপক্ষ কে জিজ্ঞেস করলে তারা জানান। হাসপাতালের বারান্দায় পড়ে থাকা মৃত ব্যক্তিটি হচ্ছে মোহাম্মদ শাহিন মিয়া সে মাদক মামলায় গত ১২ই জুন হবিগঞ্জ জেলা কারাগারে আসে। এরপর গত দুই তিন দিন যাবত সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল গতকাল বুধবার রাতে অসুস্থতা তীব্র হলে আজ বৃহস্পতিবার সকালে জেল কর্তৃপক্ষ হবিগঞ্জ সদর হাসপাতালে শাহিন মিয়া কে নিয়ে আসে। পরবর্তীতে হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ছবি প্রতীকী ।

 

 

 

 

 

 

 

 

 

মৃত্যুর আগে সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত শাহীন মিয়া চুনারুঘাট উপজেলার বড়আব্দা গ্রামের সালেহ আহমদের ছেলে। শাহীন গত ১২ই জুন একটি মাদক মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে আসে। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে শাহিনের আসামি নং২৪৭০/২০।