চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নে সতং গ্রামের করোনা আক্রান্ত মুহাম্মদ আবদুল আহাদ (৫০) নামে এক ব্যক্তির লাশ দাফন কার্য সম্পন্ন করলো স্বেচ্ছাসেবী টিম।
চুনারুঘাট উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান- গত রোববার করোনা উপসর্গ নিয়ে আব্দুল আহাদ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তার অবস্থার অবনতি হলে বুধবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে- মহামারি করোনাভাইরাসে মানুষ যখন আতঙ্কিত, তখন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইও ডাক্তার মোজাম্মেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বয়কারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা সভাপতি কামাল উদ্দিন কে করোনায় মৃত ওই ব্যক্তির লাশের দাফনকার্য সম্পন্ন করতে অনুরোধ করলে স্বেচ্ছাসেবক টিম সামাজিক দূরত্ব বজায় রেখে দাফনকার্য সম্পন্ন করেন।
এ সময় মাওলানা মনসুর আহমদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমে ছিলেন, মুহাম্মদ কাউসার আহমদ, শেখ খাইরুল কবির, মোহাম্মদ এনামুল হক সরদার, মোহাম্মদ উবায়েদ উল্লা, মুহাম্মদ ফজলে রাব্বি, মাহদী হাসান, শামীম আহমদ, মাওলানা অলিউর রহমান, ফয়সল আহমদ, হাবিবুর রহমান আকাশ প্রমুখ।