হবিগঞ্জ সদর : হবিগঞ্জ উমেদনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহাগ মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোহাগ মিয়া হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের রুপনগর এলাকার মৃত রহমত মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুুন) সন্ধ্যার পর রাজমিস্ত্রি সোহাগ মিয়া তার বাড়ির জন্য নতুন টিন কিনে বাড়ি নিয়ে যাচ্ছিল। এসময় তার বাড়ির সামনে পৌছামাত্র টিনের মধ্যে তারে বিদ্যুতায়িত হয়।
এতে সে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।