হবিগঞ্জ আবারো মদিনা, মোদক, ওরিয়েন্টাল ফার্মেসীকে মেয়াদ-উত্তীর্ণ-ঔষধ বিক্রি করায় জরিমানা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ আবারো মদিনা, মোদক, ওরিয়েন্টাল ফার্মেসীকে মেয়াদ-উত্তীর্ণ-ঔষধ বিক্রি করায় জরিমানা।

Link Copied!

 

হবিগঞ্জ সদর : শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এর নেতৃত্বে এবং মেডিকেল অফিসার বাধন আচার্যের সহযোগিতায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই সময় অভিযান চালিয়ে মেয়াদ-উত্তীর্ণ ঔষধ রাখা,প্যাকেটের গায়ে হাতে লেখা মূল্য ট্যাগ করা, অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে শহরের মদিনা ফার্মেসী, মোদক ফার্মেসী ও ওরিয়েন্টাল ফার্মেসীতে চালানো ভ্রাম্যমাণ আদালত মোট ৩ টি মামলায় ২৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে।