নাছির উদ্দিন লস্কর : হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল উন্নতির লক্ষ্যে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল করোনা রোগীর চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালে ৪,০০০ করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে, যা সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ।
বর্তমান প্রেক্ষাপটে হাসপাতালে একটি পিসিআর ল্যাব, খালি থাকা শূন পদ পূরণ করা ও আইসিইউ স্থাপন করা গেলে এলাকার কোভিড-১৯ রোগীদের চিকিৎসা স্থানীয়ভাবে দেওয়া সম্ভব হবে মর্মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে (১) পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপন, (২) তিনটি পদ আরএমও, সিনিয়র কনসালটেন্ট (ইএনটি) সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডাক্তার নিয়োগ (৩) এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফির মেশিন, প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য ডিও লেটার প্রদান করেন এবং দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ে জোরালো ভূমিকা পালন করেন।
এরই প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রুকন উদ্দিন স্বাক্ষরিত প্যাডে অনুমোদন দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি জানান- আমার দায়িত্ব ও পরিধি ব্যাপক। তবুও নিজ এলাকার মানুষের জন্যে আমি সর্বদাই প্রস্তুত। আশা করি হবিগঞ্জের স্বাস্থ্যসেবা আরো এগিয়ে যাবে এবং সবাই মানসম্পন্ন সেবা পাবে।