হবিগঞ্জ আদালত পাড়ায় টাউট-দালালদের উপদ্রব; প্রশাসনের ব্যবস্থা গ্রহনের দাবী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 August 2020

হবিগঞ্জ আদালত পাড়ায় টাউট-দালালদের উপদ্রব; প্রশাসনের ব্যবস্থা গ্রহনের দাবী

অনলাইন এডিটর
August 9, 2020 12:41 am
Link Copied!

 

আদালত প্রতিনিধি : হবিগঞ্জ আদালত পাড়ায় বাড়ছে টাউট-দালালদের উপদ্রব। জেলার একমাত্র বিচারের আশ্রয়স্থল হিসেবে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন হাজারো বিচার প্রার্থীরা এসে ভীড় করেন আদালত পাড়ায়। শুধু বিচার প্রার্থীরাই নয়, হবিগঞ্জ আদালত পাড়ায় থাকেন আরও কিছু ভিন্ন পেশার ভিন্ন মানুষ। জিবীকার তাগিদে কিছু বেদে সম্প্রদায়, মুচি, ছানাচুর, ঝাল মুড়ি বিক্রেতা। তবে এদের আড়ালে থাকে আরও কিছু পেশাজীবি।

যারা নিজেদের কখনও সাংবাদিক, কখনও মহরী (আইনজীবি সহকারী) আবার কখনও প্রশাসনিক কর্মকর্তা বলেও পরিচয় দেয়। তবে সচেতন মহল তাদের মলম পার্টি বলেও ডেকে থাকেন।

পকেটমার, মাদক ব্যবসায়ী, নকল সোনার কারবারী, প্রতারক ক্যাম্পাসার থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে এক শ্রেণীর ভাসমান পতিতারাও আছে এদের দলে। গ্রাম-গঞ্জ থেকে আদালতে আসা বিচার প্রার্থীদের ভুল-বাল বুঝিয়ে টাকা হাতিয়ে নেয়াই এদের মুল লক্ষ্য। খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ ফৌজদারী বার লাইব্রেরীতে এদের বেশী আনা-গোনা। ৩-৪ জনের একটি সঙ্গবদ্ধ চক্র থাকে তাদের পেছনে। মাঝে-মাঝে মহরার পরিচয়ে চেয়ার-টেবিল নিয়ে বসতেও দেখা যায় এদের। তবে নেই কোন মহরার সার্টিফিকেট, নেই কোন শিক্ষাগত যোগ্যতাও। নেতা-

বড় বড় সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে প্রতিদিন আদালত পাড়ার সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার টাকা। আদালত পরিদর্শক মোঃ আল-আমিন জানান, ডাউট বাটপারদের বিষয়ে অভিযান চালানো হয়।

বিষয়টি খতিয়ে দেখে আরও নিভীড় ভাবে দেখা হবে। জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি জ্ঞান সিন্ধু মল্লিক নানু জানান, ভুয়া মহরীদের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে জেলা আইনজীবি সমিতির সাথে এ নিয়ে আলোচনা হয়েছে। ভুয়া নাম ধারী মহরীদের আইনের হাতে সোপর্দ করা হবে।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়