রায়হান উদ্দিন সুমন : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২য় বারের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. আলমগীর চৌধুরী।
বুধবার (১১ডিসেম্বর) সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির ঘোষণা দেন। অন্যদিকে জেলা আওযামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে জাতীয় পরিষদের সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে জেলা আওয়ামী লীগের সদস্য করার ঘোষণা দেন প্রধান অতিথি ওবায়দুল কাদের এমপি।
এর আগে বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করে ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাড. আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ প্রমুখ।