হবিগঞ্জ সদর : রোববার (১২ জুলাই) বাদ আছর শহরের তিনকোনা পুকুরপারস্থ এমএস অলাইনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) এসএম খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ডাঃ শেখ এমএ জলিল, যুগ্ন সাধারন সম্পাদক মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, অর্থ সম্পাদক শাহ কামাল, প্রচার সম্পাদক নুর উদ্দিন সুমন, পাঠাগার সম্পাদক শাহ মামুনুর রহমান, লাখাই অনলাইন সভাপতি নিতেশ দেব প্রমূখ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী ও পিটিআই মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আশাহীদ আলী আশা, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মোঃ নাবেদ মিয়া, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, মোঃ অলিল মিয়া, মোঃ হাসান চৌধুরী, ইকবাল হাসান তালুকদার,নাজমুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন শাহেনা আক্তার, জাহেদ আলী মামুন, উজ্বল আহমেদ প্রমূখ।