পলাশ পাল : হবিগঞ্জ অনলাইন টিভি সাংবাদিক ইউনিটি’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ মঙ্গলবার (১১ আগস্ট ) সকাল ১১ টায় শহরের তিনকোণাপুকুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জে অনলাইন টিভিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্টিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলার প্রতিনিধি এম এ হালিম কে সভাপতি এবং বাংলা টিভি ৭১ এর প্রতিনিধি মোঃ রহমত আলীকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকটী কমিটি গঠন করা হয়।
কমিটির অনান্যরা হলেন, সহসভাপতি দৈনিক রূপলী বাংলাদেশ পত্রিকার সম্পসদক এস এম আবুল কাসেম, ও অপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি শেখ শাউর রহমান বেলাল, কোষাধ্যক্ষ মোঃ তানভীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল হানান,দপ্তর সম্পাদক শাহ মামুনুর রহমান, ক্রীড়া সম্পাদক নিহান শাহনূর শাহ, মহিলা সম্পাদক মোছাঃ শাহানা আক্তার ও সদস্য নন্দ দেবরায় নানু, মো
আল আমিন ফয়সল, পলাশ পাল, মোঃ শহিবুর রহমান, মোঃ শাহ আলম, ও এইচ আর রুবেল। উক্ত কমিটি সংগঠনের যাবতীয় কর্যক্রম আগামী ১ বছর চালিয়ে যেতে পারবে।