বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সঠিক ও সহজভাবে প্রণয়নের জন্য জেলা প্রশাসন হবিগঞ্জ কর্তৃক APAMS সফটওয়্যার ব্যবহার বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সহ আরো অনেকেই।
এ সময় প্রশিক্ষণে ২৫ টি দপ্তর থেকে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সঠিক ও সহজভাবে প্রণয়নের APAMS সফটওয়্যার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করেন।