হবিগঞ্জে ৮ মহিলা বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 16 February 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৮ মহিলা বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

Link Copied!

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে “মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২” প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সম্মাননা অনুষ্ঠানে দেশের সকল জেলার জেলা প্রশাসকগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এবং নিজ জেলার মহিলা বীর মুক্তিযোদ্ধাগণকে মাননীয় মন্ত্রীর পক্ষে সম্মাননা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান জেলার ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো  হয়।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও অন্যান্য উপহারসামগ্রী প্রদান করা হয়। এবং তাহমিনা বেগম গিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক মহিলা বীর মুক্তিযোদ্ধাকে ২ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়।

এ সময় মহিলা বীর মুক্তিযোদ্ধোগণ অনুভূতি প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, মাহবুবুল আলম, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, তাহমিনা বেগম গিনি, প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দসহ আরো অনেকেই।

এ সময় জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের তাদের আত্মত্যাগের জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে অংশ নিতে অনুপ্রাণিত করেন।