এম.এ. রাজা : হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার (৯ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাত করাসহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন।

ছবি : অভিযান পরিচালনা করছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান
এ সময় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার আহমেদ নোমান জাকি’র নেতৃত্বে র্যাবের একটি টিম তাদেরকে সহযোগিতা করে। র্যাব-৯ জানায়, বিকেলে ধুলিয়াখালে অবস্থিত বিসিক শিল্পনগরীসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় কাশফুল ফুড প্রোডাক্টকে দেড় লাখ টাকা, আসাদ ফুডসকে ২ লাখ টাকা, প্রাইম ফুডকে দেড় লাখ টাকা, রানা ফুডকে এক লাখ টাকা, আমেনা বেকারীকে ৫০ হাজার টাকা, হাজী সোনাহর আলী বেকারীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন কারণে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত,এই নিউজটি প্রিন্ট ভার্সনে ভূলবশত : আলম ফুডের নাম চলে এসেছে । আসলে আলম ফুডকে জরিমানা করা হয়নি।