ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, নাম্বার প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, যানজট নিরসনের জন্য শহরের রাস্তা প্রশস্তকরণ, শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানী বন্ধ করাসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌর মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছো।
রবিবার (২৯ মে) স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সামছুর রহমান, জাফর আলী, বারিক মিয়া, পোদ্দারবাড়ি অাঞ্চলিক কমিটির সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক গনি মিয়া, জাহির মিয়া, শংকর শূক্লবৈদ্য ইসমাইল হোসেন মিন্টু, সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ।