সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাংচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ কতিপয় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ জেলার ৭টি থানায় ৭জন পুলিশ কর্মকর্তারা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ মামলায় গতকাল রাত ১০টা পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৪০জন। এ ছাড়াও আন্দোলনকারীদের তান্ডবে সরকারি স্থাপনা, পুলিশ ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অন্তত ৫/৬টি গাড়ীর ক্ষতি হয়েছে। পুরো বিষয়টির আর্থিক পরিমান হতে পারে কোটি টাকারও উপরে।
সুত্র জানায়, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানায় ১টি, শায়েস্তাগঞ্জ থানায় ১টি, লাখাই থানায় ১টি, বানিয়াচং থানায় ১টি, আজমিরীগঞ্জ থানায় ১টি, বাহুবলে ১টি এবং মাধবপুর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। জেলার ৭টি থানা থেকে মোট ৪০জনকে বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইনে এবং নাশকতার অভিযোগে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, আন্দোলনে পুলিশ এবং সরকারি ৫/৬টি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন অনেক পুলিশ সদস্য এবং সাংবাদিক। হবিগঞ্জ জেলায় আন্দোলন, সহিংসতায় জড়িত এবং উস্কানিদাতাদের গ্রেফতার করতে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে, মামলা দায়ের করার পর গা ঢাকা দিয়েছে সংহিসতায় জড়িত জামায়াত-বিএনপি এবং কতিপয় আন্দোলনকারীরা।