হবিগঞ্জে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করল ঢাকাস্থ হবিগঞ্জ ও তরফদার ফাউন্ডেশন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 16 August 2021

হবিগঞ্জে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করল ঢাকাস্থ হবিগঞ্জ ও তরফদার ফাউন্ডেশন

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির ||    হবিগঞ্জ জেলার ২৫০ শয্যা সদর হাসপাতালে অক্সিজেন সমস্যা কেটে গেলেও হবিগঞ্জের বিভিন্ন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে অক্সিজেন সমস্যা রয়েই গেছে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে অক্সিজেন সমস্যা দূর করতে ৭টি হাসপাতালে প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে ঢাকাস্থ হবিগঞ্জ ফাউন্ডেশন ও তরফদার ফাউন্ডেশন।

ছবি : জেলা প্রশাসক ইশরাত জাহানের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা

সোমবার (১৬ আগষ্ট) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মাধ্যমে অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেয়া সংগঠন দুইটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদার।

সভাপতিত্ব করেন হবিগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সিনিয়র সহ-সভাপতি শফিকুল বারী আউয়াল।

যার একান্ত প্রচেষ্টায় এসব অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে তিনি আর কেউ না হবিগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান গলা বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান তরফদার।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়