হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকা থেকে ৬ কেজি গাঁজা সহ মো: সোহেল (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (৫মে) সকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুলিয়াখাল বাইপাস গোলচত্তর খান মঞ্জিল মার্কেটের সামনে থেকে ওই যুবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে মাধবপুর উপজেলার শ্রী ধরপুর এলাকার বাসিন্দা মৃত জলই মিয়ার ছেলে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। অভিযানে অংশগ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শ্রী সত্যজিৎ চক্রবর্তী সঙ্গীয় এএসআই (নিঃ) মনিরুজ্জামান সহ অন্যান্য ডিবি পুলিশ সদস্য।