হবিগঞ্জে ৬শ ৪৫ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 September 2024

হবিগঞ্জে ৬শ ৪৫ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

Link Copied!

শারদীয় দুর্গোৎসবের আর বেশি দিন বাকি নেই। কৈলাশ থেকে মর্ত্যে আসবেন দেবী দুর্গা। জেলা সদরসহ উপজেলাগুলোতে তাই চলছে দেবী বন্দনার প্রস্তুতি। হবিগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে। প্রতিমা তৈরিতে খুব ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পাশাপাশি চলছে মন্ডপ সাজানোর কাজ। আগামী ২ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে শুরু হয়ে যাবে পূজার আনুষ্ঠানিকতা।

বরাবরের মতো এবারও সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার সন্ধ্যায় থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দশমী তিথিতে ঘোড়ায় চেপেই বিদায় নেবেন দেবী দুর্গা। এবার হবিগঞ্জ জেলায় মোট ৬৪৫ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দেবী দুর্গার শেষ তুলির শেষ টান আর ঢাকের বাদ্য শুরু হলেই উৎসবে মেঠে উঠবে হিন্দু স¤প্রদায়। আকাশের ছেঁড়া মেঘের ভেলা, কাঁশফুল, ভোরবেলার শিউলি ফুলের গন্ধ এসব কিছুর কারণ একটাই দুর্গতিনাশিনী দেবী মা দুর্গার আগমন।

বাঙালির জীবনে দুঃখের যেমন শেষ নেই, শাশ্বত আনন্দের উপলক্ষেরও কমতি নাই। শারদ-উৎসব বাঙালির ঐতিহ্য ও পরম্পরা বহন করে চলেছে। কালো মেঘে আকাশজুড়ে তবু ও যথানিয়মে কার্তিক মাস এসেছে। পদ্মা ও শিউলির লাবণ্য ছড়িয়েছে এদিক ওদিকে শুরু হবে ঢাকের বাদ্য। প্রতিবারের মতো সঙ্গী করে এবারও দুর্গা দেবী যথারীতি আসবেন। আর এই দেবীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন হিন্দু স¤প্রদায়ের লোকজন।

এদিকে, সবকটি পূজামন্ডপে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় জিআর প্রকল্পের ৬০০ কেজি করে মোট ৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়ার তালিকা করা হয়েছে বলে জানা গেছে। খুব শীঘ্রই বরাদ্দগুলো স্ব-স্ব পূজামন্ডপের সভাপতি/ সেক্রেটারির কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। প্রতিবারের মতই হবিগঞ্জ শহরের কালিবাড়ীতে বৃহৎ পরিসরে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব।

হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু জানান, প্রতিবারের মতই স্ট্রাইকিং ফোর্সসহ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। হবিগঞ্জ শহরে মোট পূজামন্ডব ৩৬টি। এর মধ্যে একটি ছাড়া বাকীসবগুলো সার্বজনীন।

এদিকে, বানিয়াচং উপজেলা সদরের রায়েরপাড়ার রামকৃষ্ণ সেবাশ্রম, কালীবাড়ি, বুড়া শিববাড়ি ও কয়েকটি মন্ডপ ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরী করতে পুরোদমে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা। তুলির শেষ টান দিচ্ছেন দুর্গা, সরস্বতী, লক্ষী, কার্তিক ও গণেশের গায়ে। আর পুরো বিষয়টি আরও দৃষ্টিনন্দন করতে মৃৎশিল্পীরা মুল প্রতিমার পাশাপাশি তৈরি করেছেন পুরানের নানা চরিত্র। অন্যদিকে পূজারিরা তাদের মনোবাসনা পূরণের প্রার্থনা করবেন তাদের দেবী,মা দুর্গার কাছে। এজন্য হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি।

এ প্রসঙ্গে মৃৎশিল্পী দুলাল পাল বলেন, প্রতিমা তৈরির কাজ শেষে দিকে। এখন রঙ এর আঁচড়ে প্রতিটি প্রতিমাকে আকর্ষণীয় করে তোলার কাজ চলছে। বানিয়াচং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাধব দেব জানান, পূজার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করা হয়েছে। যে কোনো নাশকতা এড়াতে সর্বদা সচেষ্ট থাকবে বলে আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান জানান, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক আকারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সকল উপজেলাগুলোর পূজা মন্ডপগুলোতে পুলিশী নজরদারী বাড়ানো হয়েছে। পূজা শুরুর দিন থেকে পুলিশের পাশাপাশি আনসার ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে নেয়া হবে কঠোর ব্যবস্থা। আশা করছি হবিগঞ্জ জেলায় শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়