হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ টি চোরাই গাড়ি উদ্ধার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি টিম।
এ সময় হবিগঞ্জ জেলা গাড়ি চোর চক্রের মূল হোতওয়ারেন্টভুক্ত পলাতক আসামী তারেকুল ইসলাম অলি ওরফে চশমা তারেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি শহরের শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর পুত্র।
শুক্রবার (১ এপ্রিল) দিনব্যপী শহরের বিভিন্ন
জায়গা থেকে চোরাইকৃত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ।
চোরাইকৃত ৫টি গাড়ির মধ্যে ১টি শহরের মধুবন হোটেলের স্বত্বাধিকারী আলমগীর মিয়ার।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই জুয়েল সরকার।
উল্লেখ্য, হবিগঞ্জে চার চোরাই গাড়িসহ মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান হৃদয়কে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি টিম।
এসময় হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতাল সংলগ্ন মা ফার্মেসির মালিক আব্দুল হাই রুবেলকেও গ্রেফতার করে পুলিশ।
২০২১ সালের ১৭ মার্চ দিনব্যাপী এ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিলো তাদের। এসময় আব্দুল হাই রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি চোরাই প্রাইভেটকার জব্দ করা হয়।
রুবেল শহরের অনন্তপুর এলাকার মহিউদ্দিনের পুত্র। পরে তার অন্যতম সহযোগি শহরের শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর পুত্র তারেকুল ইসলাম অলি ওরফে চশমা তারেকের বাসা থেকে আরো একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে সে সময় চশমা তারেক পালিয়ে যায়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলা সাদরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী ছাত্রলীগ নেতা উজ্জ্বল পাঠান হৃদয়কে আটক করে পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্যে মাধবপুর থেকে আরও দুটি চোরাইকৃত মাইক্রোবাস জব্দ করা হয়।